আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ
একজন ব্যক্তি কাযা রোজা আদায় করছিলেন। ওযু করার সময় ভুলবশত সামান্য পরিমাণ পানি গলায় যায়। উল্লেখ্য তার সাবকনসাস মাইন্ডে ছিল আমি রোজা আর গলায় একটু হালকা পানি যাওয়ার সাথে সাথে মনে পড়ছে যে আসলেই রোজা।
তার রোজা আদায় কী হয়েছে? না কি ভেঙে গেছে?