আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
হুজুর এর আগে কসরের সালাত নিয়ে প্রশ্ন করেছিলাম।
আমার নিচের লেখাগুলো ঠিক আছে কিনা একটু দেখবেন কষ্ট করে।
আমার ফেনী বাসা। পড়াশোনা সিলেট।
১) সিলেট থেকে ফেনীতে আসার সময়/ ফেনী থেকে সিলেট যাওয়ার সময় ট্রেনে বা বাসে কসর পড়বো, এটা ঠিক আছে শাইখ?
২) সিলেট থেকে ফেনীতে আসার সময়/ ফেনী থেকে সিলেট যাওয়ার সময় রাস্তায় মসজিদে যাওয়ার সুযোগ হলে যদি জামাত পাই তাহলে পূর্ণ নামাজ পড়বো এবং যদি জামাত না পাই বা ওয়াক্ত শেষ হয়ে যায় তাহলে কসর পড়বো,এটা ঠিক আছে শাইখ?
৩)সিলেট থেকে ফেনীতে আসার সময়/ ফেনী থেকে সিলেট যাওয়ার সময় ট্রেনে কোনো নামাজ পড়তে না পারলে যদি নামাজ গুলো কাযা হয়ে যায় সেক্ষেত্রে নিজ বাসায় এসে অথবা সিলেট মেসে গিয়ে কসর পড়বো,এটা ঠিক আছে শাইখ?