আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
18 views
in সালাত(Prayer) by (1 point)
আসসালামু আলাইকুম। দুপুরে সূর্য যখন মাথার উপরে থাকে তখন তো নামাজ পড়া হারাম। এখন কেউ যদি দোহার নামাজ এর পূর্বেই শুরু করে তবে নামাজ শেষ করে অ্যাপ থেকে দেখে যে হারাম সময় শুরু হয়ে কয়েক সেকেন্ড অতিবাহিত হয়ে গেছে। তাহলে কি সে গুনাহগার হবে? নামাজটা কি ফাসেদ হয়ে যাবে? আর নামাজের মাঝেই যদি সে জানতে পারে যে হারাম সময় শুরু হয়েছে তবে কি সে নামাজ ছেড়ে দিবে?

1 Answer

0 votes
by (754,830 points)


ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মাকরুহ ওয়াক্ত সমূহে নামায পড়া নিষেধ। তথাপি নফল নামায পড়ে নিলে তা মাকরুহের সাথে আদায় হয়ে যাবে। মাকরুহ ওয়াক্তে ফরয নামায পড়লে বা নামায পড়তে পড়তে মাকরুহ ওয়াক্ত শুরু হয়ে গেলে নামাযকে ভঙ্গ করে পরবর্তীতে উক্ত নামায আদায় করা উচিত। যদি কেউ মাকরুহ ওয়াক্তে ফরয নামায পড়ে নেয়, তাহলে যিম্মাহ থেকে আদায় হয়ে যাবে কি না? সে সম্পর্কে দুই রকম মতামত পাওয়া যায়। সতর্কতামূলক পদক্ষেপ হল,নামাযকে দোহড়িয়ে নেয়া।

সূর্যাস্তের সময় আছরের নামায ফাসিদ হয় না।আছরের নামায যে ফাসিদ হয়না,এ ব্যাপারে সমস্ত উলামায়ে কেরামদের ঐক্যমত রয়েছে। বিস্তারিত জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/471

الھندیة: (52/1، ط: رشیدیة)
والتطوع في هذه الأوقات يجوز ويكره كذا في الكافي وشرح الطحاوي حتى لو شرع في التطوع عند طلوع الشمس أو غروبها ثم قهقهة كان عليه الوضوء ولو صلى فريضة سوى عصر يومه لا تنتقض طهارته بالقهقهة. هكذا في فتاوى قاضي خان في نواقض الوضوء ويجب قطعه وقضاؤه في وقت غير مكروه في ظاهر الرواية ولو أتمه خرج عن عهدة ما لزمه بذلك الشروع. هكذا في فتح القدير وقد أساء ولا شيء عليه. كذا في شرح الطحاوي
ولو قضاه في وقت مكروه جاز وقد أساء. كذا في محيط السرخسي.

(۱) اوقاتِ مکروہہ (طلوع، استواء اور غروبِ شمس) کے وقت نماز پڑھنا منع ہے، تاہم اگر کوئی ان اوقات میں نفل نماز ادا کرلے تو کراہت تحریمی کے ساتھ درست ہو جائے گی؛ البتہ فرض یا واجب نماز پڑھ لے تو ادا نہ ہوگی اور ان اوقات میں پڑھی گئی فرض یا واجب نماز کا اعادہ لازم ہوگا، البتہ خاص اسی دن کی عصر غروب کے وقت پڑھ سکتے ہیں۔
جواب نمبر: 154442
دارالافتاء،
دارالعلوم دیوبند

تین اوقات میں ہر قسم کی نماز ممنوع ہے خواہ فرض نماز ہو یا نفل، ادا نماز ہو یاقضا۔ ان تین اوقات میں پڑھی گئی نفل نماز کراہتِ تحریمی کے ساتھ اداہوجائے گی، اور فرض یا واجب نماز پڑھی تو اس کااعادہ لازم ہوگا(سوائے وقتی نمازِ عصر کے کہ اگر سورج غروب ہونے سے پہلے شروع کی اور اسی دوران سورج غروب ہوگیاتو کراہت کے ساتھ اداہوجائے گی اور اتنی تاخیر کرناگناہ ہے)
فتویٰ نمبر : 144107200391
دارالافتاء : جامعہ علوم اسلامیہ علامہ محمد یوسف بنوری ٹاؤن


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...