অপবিত্র / হায়েজ অবস্থায় টানা ৩ টা স্বপ্ন দেখি
প্রশ্ন ১)১ম দিনঃ আমি শহরে থাকি,গ্রামে থাকি নাহ।সপ্নে দেখলাম আমি গ্রামে আমার বাড়িতে।দেখলাম দক্ষিণ পাশ মানে পূর্ব দিকে চাঁদটা ছিল,সেই চাঁদটা বাঁকা ছিল,চাঁদটার উপরে একটা তারাও ছিল, নতুন চাঁদ,নিচের দিকে বাঁকা করে ছিল।ওই চাঁদটা আমার কাছে খুব অস্বাভাবিক লাগছিল,খুব জ্বলজ্বল করছিল,স্টিলের উপরে আলো পড়লে যেমন আলো প্রতিফলিত হয় তেমন আলো দেখলাম,।
হঠাৎ দেখলাম চাঁদটা উত্তর দিকে সরে আসলো খুব দ্রুত, খুব ঘন ঘন মেঘ উঠছিল,অনেক সুন্দর,আমি সহ সেখানে ২ জন ছেলে ছিল,ফটো তোলার জন্য ব্যাস্ত হয়ে গেলাম,এরপর আর মনে নেই,,(আমি আবার একটা ফটোগ্রাফির পেইজ খুলতে চিন্তা করলাম,তবে এই কারনে কি দেখেছিলাম নাকি অন্য কারনে,আমি বুঝতেচিনা,)
ব্যাখ্যাটা জানাবেন,
প্রশ্ন ২)২য় দিন——ঃঅামি প্রথমে দেখলাম জাদুসংক্রান্ত,এরপর টয়লেট,বিকৃত মুখ,মানে কিসব খবিসমার্কা জিনিস দেখতে পেলাম,এরপর দেখলাম আমি পুকিরে দাড়িয়ে আছি,অর্ধেক সাপ,অর্ধেক মানুষ,২ টা পানির মধ্যে ঝগড়া করতেচিল,এরপর আবার হঠাৎ করে দেখলাম আমাকে তাড়া করলো,১ টা সাপ,আমি নিজেকে বাঁচাবার চেষ্টা করলাম,পরে আমার ঘুম ভেঙে যায়, আল্লাহর কাছে আশ্রয় চেয়ে বামে তিনবার থুথু ফেলি,
প্রশ্ন ৩)৩য় দিন--ঃবিয়ে সংক্রান্ত, আমি বাস্তবে পাত্রের বায়োডাটা দেখি,ঠিক তেমনই পাত্র আমি স্বপ্নে দেখি,যেৃমনটা আমার পছন্দ,এরপরে আমি স্বপ্নে দেখি যে,আমি আমার মাকে।বুঝিয়ে পাত্রের বাড়ি গেলাম,মা ছেলেটাকে বুঝিয়ে বলে বিয়ের ব্যাপারে,তারপর পরিবার আমকে পছন্দ করে,এরপর সে আমাকে দেখার জন্যঅামি মুখোশ খুলি,সে আমাকে দেখে,পছন্দ হয় আমাকে,, বিয়ে ঠিক হয়,এরপরে বাড়ি এসে বাবাকে বললে বাবা বলে সংসার টিকবে নাহ,বাড়ি ফিরে আসার সময় আমি মাকে।বলি মা ও হিন্দু থেকে মুসলিম হইচে,তাই নাম পরিবর্তন করতে সময় লাগবে,( আমি এটা শেষে দেখি) কিন্তু বিয়ে ঠিক হওয়া পর্যন্ত ও মুসলিম, স্বপ্নে দেখলাম,)
আমি পাত্রকে খুব কাছ থেকে দেখি,কিন্তু তার মুখ দেখিনি,সে আমকে দেখেছে,,
এটা আমি কোন প্রকারের স্বপ্ন দেখলাম,!! আমি বুঝতেছিনা,,
৪)আমি আগে ঝাপসা স্বপ্ন দেখতাম,ইদানিং খুব স্পষ্ট স্বপ্ন দেখি,মাঝে মাঝে একটা দেখি,আবার স্পষ্ট দেখলেও আমার স্বপ্ন বার বার পরিবর্তন হয়, উলটাপালটা দেখি,তাই আমি স্বপ্নের ব্যাখ্যা কাউকে জিজ্ঞেস করি নাহ,,এটাও বুঝি নাহ,কার পক্ষ থেকে দেখলাম,আমকে এই বিষয়ে একটু বুঝিয়ে বলবেন,,দয়া করে,,,
৫)রাতের কোন প্রহরে স্বপ্ন দেখি মনে থাকে নাহ,তাহলে কি আমার স্বপ্ন বাস্তাবায়িত হবে নাহ!!