আমাদের দেশে অনেক যায়গায় যাওয়ার সময় দেখা যাই বাস বা ট্রেন অনেকে বিনি টিকেট বা কম ভাড়াই যাওয়ার চেষ্টা করে যেখানে ইতোমধ্যেই কিছু ব্যাক্তি থাকে যারা পুরোটা দিয়েই যাই , উদাহরণ ঃ নোয়াখালী থেকে একজন চিটাগং যাচ্ছে যেখানে একজন দিসে ৩০০ টাকা ভারা এবং আরেকজন রানিং এ উঠার কারনে দিসে ২৫০ বা ২০০ , সে ক্ষেত্রে লোকটি কি দশ এর হক মারছে না ? আর লোকটি যদি উঠার সময় দরদাম করে কমিয়ে যেতে পারে তাহলে কিরুপ মাসআলা ?