আমার মা সম্প্রতি মারা গেছেন। এর মধ্যে আত্নীয় স্বজন বাবার দ্বিতীয় বিয়ের জন্য বলা শুরু করেছেন। এজন্য যদি নিজের খারাপ লাগে বা কান্না আসে এক্ষেত্রে কোন সমস্যা আছে কি??
এতো তাড়াতাড়ি এসব বলার জন্য কারোর সাথে রাগারাগি করলে কি আল্লাহর বিধান না মানার মতো অপরাধ হবে কি?
যদিও আমরাও চাই বিয়ে করুক কিন্তু আরো কিছুদিন পরে।