আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারাকাতুহ।
আমার স্বামী আমার হক আদায় করেনি। বলা হয়েছিলো যে ,যদি হক আদায় না করে তাহলে তালাক দ
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারাকাতুহ।
আমার স্বামী আমার হক আদায় করেনি। বলা হয়েছিলো যে ,যদি হক আদায় না করে তাহলে তালাক দিতে। কিন্তু সে কখনোই ছাড়বে না আমাকে এ কথা জানায়। এরপর আমি নিজে থেকে কাজীর মাধ্যমে ডিভোর্স নিয়ে নিছি।শুনেছি ছেলেপক্ষ নাকি তালাকের নোটিশ পায়নি।আর যদি পেয়েও থাকে তাহলে তালাকের নোটিশে যদি সাইন না করে তাহলে কি তালাক হবে?
কাজী বলেছেন নোটিশ পাক অথবা না পাক,সাইন করুক অথবা না করুক তাতেও তালাক হয়ে যাবে।