স্বামী থাকেন লন্ডনে স্ত্রী বাংলাদেশে, আলহামদুলিল্লাহ তারা খুব ভালোভাবে সংসার করতেছেন। বিপত্তি দেখা দিল যখন স্বামী তার প্রাক্তন স্ত্রীর বাড়িতে তার সন্তানদের সাথে দেখা করতে যান। ওখানে যাওয়ার পর তাকে আটকে রাখা হয় কারণ তার প্রাক্তন স্ত্রী আবার তার সাথে সংসার করতে চান, তিনি ইসলামী বিধি-বিধান মানেন না তার অন্য কোথাও বিয়ে ও হয়নি এবং বর্তমান স্ত্রী ও সন্তান কে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। আটকে রাখার এক মাস পর, ঐ জন্য স্বামী তার বর্তমান স্ত্রী ও সন্তানের জীবন রক্ষা করার জন্য একটা ফেইক ডিভোর্স পেপার লিখে ফটো তোলে পাঠিয়েছেন, ডিভোর্স পেপারটা চার পেইজের, প্রথম পেইজের মধ্যে স্বামী ও স্ত্রীর নাম ঠিকানা ও বিবাহের তারিখ লিখা এর বেশি কিছু না, শুধু প্রথম পেইজটার ফটো তুলে পাঠানো হয়েছিলো। ঐ কাগজ টা দেখে বোঝা যাচ্ছে যে এটা কেউ নিজ ইচ্ছায় লিখেননি জোর করে লিখানো হয়েছে। স্বামী ও জানিয়েছেন তিনি শুধু এটুকু লিখেছেন সিগনেচার করেননি। বর্তমান স্ত্রীর এক হায়েজ শেষ হওয়ার পর তার স্বামী তাকে জানান তিনি তাকে তালাক দেন নি। এমনকি প্রত্যেক মাসে ভরণপোষণ ও দিচ্ছেন। এমতাবস্থায় তাদের বিবাহ ঠিক আছে নাকি তালাক হয়ে গেছে।
আল্লাহ তায়ালা আপনাকে উত্তম প্রতিদান দান করুন, আপনার ইলমে বারাকাহ দান করুন, আল্লাহুম্মা আমীন।