আসসালামু আলাইকুম উস্তায।
কোনো ছেলে যদি তার মামার ভয়ে এবং পরিবার এর অভাবে পরে ঘোষ দিয়ে চাকরি নিতে বাধ্য হয় তাহলে করণীয় কি?
এই চাকরির জন্য কি সারাজীবন হারাম উপার্জন খাওয়া হবে?
আর ছেলের যদি এই চাকরি নেওয়ার মতো শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্বেও জেনে-বুঝে ঘুষের টাকায় চাকরি নেয়, তাহলে কি পরবর্তীতে সে তওবা করলে সেই তওবা সহীহ হবে? আর তার এই চাকরির টাকাও হালাল হবে নাকি হারাম-ই থেকে যাবে?
বিঃদ্রঃ ছেলের মামা চাকরির জন্য ঘোষের টাকা জমা দিয়ে দিয়েছে। এখন চাকরি হয়েই যাবে এমন অবস্থা। আর ছেলে ও মামাকে ভয় পায় বলে চুপচাপ থেকে সম্মতি দিয়েছে। এখন যদি এই চাকরি না নেয় তাহলে মামাকে ৪ লক্ষ্য টাকা জরিমানা দিতে হবে, যা দেওয়ার সামর্থ্য ছেলের নেই।
এখন করণীয় কি অনুগ্রহ করে জানাবেন ইনশাআল্লাহ।