السلام عليكم و رحمة الله و بركاته
আমি সম্পূর্ণ পর্দা করে বাসা থেকে একটা বাজারের মধ্যে দিয়ে যেতে হয় একটা মেয়ে কে টিউশনি করাবো।তাকে পড়ানোর সময় আমার শুদ্ধভাবে স্পষ্ট করে কথা বলতে হবে এতে অন্য রুমে থাকা তার বাবা ভাইয়ের কানে যদি আমার কন্ঠের আওয়াজ চলে যায় তাহলে কী গুনাহগার হবো?
আমি আমার নিজের কিছু প্রয়োজনে টিউশনি করাতে চাচ্ছি যেমন ইসলামিক অনেক কিছু কিনতে আমাকে কিছুটা বাধার সম্মুখীন হতে হয় যার কারনে এগুলো নিজের টাকা দিয়ে কিনার জন্য টিউশনি করাবো।তাছাড়া দ্বীনি ইলম শিখার জন্যও টাকা লাগবে। আমার বাবা ভাইয়ের পারমিশন আছে টিউশনি করানোতে। বাবার বর্তমানে ইনকাম নেই তেমন।
তাই আমার জন্য কী জায়েজ হবে টিউশনি করানো?
২) আজকে সকালে আমি একটা স্বপ্ন দেখেছিলাম, আমার বড় মামি আমাকে ছোট পাঁচ মিশালি মাছ দিয়ে ভাত দিয়েছেন। আমি খুব তৃপ্তি করে খাচ্ছি। আর উনাকে আমার উপর তেমন সন্তুষ্ট মনে হয়নি। শেষের কিছু মাছ উনাকে দিয়ে বলছি এগুলল আপনার জন্য আপনি খেয়ে নিয়েন।পরে উনি আমাকে বক্স ভরে আমার ছোট বোনের জন্য দিচ্ছিলেন।
এভাবে আমি কোন কিছু ভাবিও নাই যে কল্পনা বলবো...এই স্বপ্ন দেখার কারণ কী হতে পারে?
স্বপ্ন খেজুর খাওয়া দেখলে কী হয়?