Assalamualaikum wa rahmatullahi wa barakatuh
উস্তাদ আমি প্রায়ই স্বপ্নে অনেক সুন্দর পরিষ্কার জায়গা দেখি , কখনও দেখি আমি উঁচু জায়গায় উঠতেসি , কখনো দেখি অনেক সুন্দর বন ও জঙ্গল এলাকায় গিয়েছি , সেখানে প্রাণীরাও কিছু করে না কারণ তারা আল্লাহ তাআলা এর আদেশপ্রাপ্ত , সেখানে অনেক সুন্দর সুন্দর ফলের গাছ , পুকুর, জায়গাটা দেখতে অনেক সুন্দর ,আমি আর আমার ভাই সেখানের শেষ প্রান্তে এ অনেক বড় আম গাছ ছিল ঐখান থেকে আম নিয়ে আসি ।
আরেকদিন স্বপ্নে দেখি আমার বাচ্চা হয়েছে ,কিন্তু বাচ্চা আমাকে একদিন পরে দেওয়া হবে , বাচ্চাকে আইসিইউ তে রাখা হয়েছে কোনো অসুস্থতার জন্য না এমনিতেই ( আমি বিবাহিত),
উস্তাদ এসব স্বপ্নের ব্যাখা কি হতে পারে ?? আমার করণীয় কি?