আসসালামু আলাইকুম, আমার আম্মু তার অফিস থেকে পিকনিকে গিয়েছিলেন নির্ধারিত চঁাদা পরিশোধ করে। সেই পিকনিকে গিয়ে আম্মু নফসের ধোঁকায় পড়ে নাচ করে পরে বাসায় ফিরে সে ভীষন অনুতপ্ত হন এবং আল্লাহর কাছে তওবা করেন এবং ওয়াদা করেন যে "তিনি আর বাইরে কখনো পিকনিকে যাবেন না"। এখন আমার মায়েরা ৮ ভাইবোন সবাই মিলে সাফিনা পার্কে ঘুরতে যেতে চায়,,,বিষয় টা এমন যে এখানে দুপুরে খাওয়া দাওয়া সব ভাইবোনের এবং বাস ভাড়া সবটাই আম্মুর বড় ভাই বহন করছে এবং আম্মুসহ তিন বোন (ছয় বোনের মধ্যে) শুধু সকালের নাস্তার ব্যয় বহন করবে। এবং আম্মুর বড়ভাই বলেছে বাজার আমি করে দিব রান্না পার্কে সবাই মিলে করবো। এমতাবস্থায় আম্মুর সন্দেহ এটা আদৌ পিকনিকের অন্তর্ভুক্ত কিনা? কারণ যদি তাই হয় তাহলে আম্মু যাবে না কারণ তিনি আল্লাহর কাছে বাইরে পিকনিকে না যাওয়ার বিষয় এ ওয়াদাবদ্ধ। মেহেরবানী করে জানাবেন আমার আম্মুর কি করা উচিত ইং শা আল্লাহ।