আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
206 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (21 points)
আসসালামু আলাইকুম

অামার  স্বামী যা ইনকাম করে তা দিয়ে সংসার ঠিকমত চলে না।প্রতি মাস বাবার বাড়ি শ্বশুর বাড়ি  থেকে টাকা নেয়া লাগে সংসার চালাতে এতে করে সবার খুব কথা শোনা লাগে।এই পরিস্থিতিতে কিছু ইনকামের চেষ্টা করি অনলাইন এ যাতে নিজের খরচ নিজেরাই চালাইতে পারি। তাই spc world companir 13ta অাইডি কিনি। প্রতি অাইডিতে পঁাচটা অ্যাড দেখার বিনিময়ে দশ টাকা দেয়।  য অ্যাড গুলো  দেখা লাগে এতে মিউজিক ও নাই অাবার নারীর অ্যাড ও নাই। ১.  এই অ্যাড দেখে ইনকাম করা কি যায়েজ হচ্ছে?  অার টাকা অামাদের এতোটাই  দরকার নিজের সন্তানকে খাওয়ানোর টাকাই নাই।এহেন পরিস্থিতি তে অ্যাড  দেখে ইনকাম করতে পারবো?

অার ১৩ টা অাইডি কিনলে প্রথমটা রয়েল হয় এই রয়েল অাইডি টাতে ডেইলি অাট টাকা বোনাস দেয় ঐইটার অধীনে ১৩ টা অাইডি তাই এইতাতে বোনাস  দেয় ৮ টাকা। ওই ১৩ টা অাইডির কাজ তেো অামি নিজেই করি তাহলে কি রয়েল অাইডির বেনাসের টাকাটা অামি নিতে পারব।

বোনাসের অংশটা নেয়া কি হালাল হবে?

অার হালাল না হলে বোনাস গরীব দের দিয়ে দেয়া কি বেশি ভালো হবে?   অার শুধু অ্যাড দেখার দশ টাকা অামি নিলাম অার বোনাস টা গরীব ফকিরকে দিয়ে এইভাবে এ কাজটা কি করা যাবে?

অার এইটাও প্রশ্ন যে  বোনাস টা অামরা খাইলে কি খুব পাপ হবে?
by (21 points)
অাইডি গুলো কিনতে সাতশত করে টাকা লাগছে।অার এক বছর কাজ করা যাবে 

1 Answer

0 votes
by (719,040 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
সরাসরি রেফার ইনকাম ব্যতীত রেফারের রেফারের ইনকাম জায়েয হবে না। তাছাড়া প্রশ্নে উল্লেখিত সূরতে আর কোনো সমস্যা দেখা যাচ্ছে না। ভিডিওতে যদি হারাম কোনো এড না থাকে, তাহলে তা নাজায়েয হবে না। আমাদের জেনে রাখতে হবে যে, নারী দৃশ্য দেখা হারাম। 

দৃষ্টি সম্পর্কে আল্লাহ তা'আলা বলেন,
ﻗُﻞ ﻟِّﻠْﻤُﺆْﻣِﻨِﻴﻦَ ﻳَﻐُﻀُّﻮﺍ ﻣِﻦْ ﺃَﺑْﺼَﺎﺭِﻫِﻢْ ﻭَﻳَﺤْﻔَﻈُﻮﺍ ﻓُﺮُﻭﺟَﻬُﻢْ ﺫَﻟِﻚَ ﺃَﺯْﻛَﻰ ﻟَﻬُﻢْ ﺇِﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﺧَﺒِﻴﺮٌ ﺑِﻤَﺎ ﻳَﺼْﻨَﻌُﻮﻥَ
মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গর হেফাযত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন।
ﻭَﻗُﻞ ﻟِّﻠْﻤُﺆْﻣِﻨَﺎﺕِ ﻳَﻐْﻀُﻀْﻦَ ﻣِﻦْ ﺃَﺑْﺼَﺎﺭِﻫِﻦَّ ﻭَﻳَﺤْﻔَﻈْﻦَ ﻓُﺮُﻭﺟَﻬُﻦَّ
ঈমানদার নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাযত করে।(সূরা নূর-৩০-৩১)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
আপনি এ্যড দেখে ইনকাম করতে পারবেন।বোনাস ব্যতিত বাদবাকি সকল ইনকাম আপনার জন্য হালাল হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...