আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
264 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (5 points)
আসসালামু আলাইকুম, আমাকে এক আপু বাইয়াত নেয়ার অনেক গুরুত্ব গুরুত্ব বলেন। তিনি বলেন যে বাইয়াত ব্যতীত মৃত্যু নাকি জাহিলিয়াতের মৃত্যু।
১/বাইয়াত কি? বর্তমান সময়ে কি কারো কাছ থেকে বাইয়াত নিতে হয়?

২/ বাইয়াত নিলে কার কাছ থেকে বাইয়াত নিতে হয়?

৩/মহিলাদের কোনো ধরনের বাইয়াত নেয়ার কি ফরয নির্দেশনা রয়েছে? মহিলাদের বাইয়াত নিতে হয় কি না?

1 Answer

0 votes
by (643,950 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
রাসূলুল্লাহ সাঃ কে আল্লাহ তা'আলা ৪ টি বিশেষ দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন।এ সম্পর্কে আল্লাহ বলেন,
هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُّبِينٍ
তিনিই নিরক্ষরদের মধ্য থেকে একজন রসূল প্রেরণ করেছেন, যিনি তাদের কাছে পাঠ করেন তার আয়াতসমূহ, তাদেরকে পবিত্র করেন এবং শিক্ষা দেন কিতাব ও হিকমত। ইতিপূর্বে তারা ছিল ঘোর পথভ্রষ্টতায় লিপ্ত।(সূরা-জুমুআহ-২)

রাসূলুল্লাহ সাঃ এর ৪ টি দায়িত্বের একটি দায়িত্ব হল,আত্মসুদ্ধি। এই আত্মসুদ্ধির অপর নাম তাসাউফ।তাসাউফ সম্পর্কে জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/1037

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
বাইয়াত ব্যতীত মৃত্যুকে জাহিলিয়াতের মৃত্যু বলে যেই হাদীস রয়েছে, সেই হাদীস মূলত রাষ্ট্রর হাকিমের অানুগত্য করা উদ্দেশ্য। আপনি হাদিসটির প্রতি লক্ষ্য করলেই বুছতে পারবেন।
রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
من مات وليس في عنقه بيعة مات ميتة جاهلية
‘যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, অথচ তার কাঁধে আনুগত্যের বাই‘আত নেই, সে জাহিলিয়্যাতের উপর মৃত্যুবরণ করলো’।(সহীহ মুসলিম-১৮৫০)

(১) বাইয়াত বলতে গোনাহ কে পরিত্যাগ করার নিমিত্তে কাউকে শিক্ষক/পরামর্শক হিসেবে গ্রহণ করে নেওয়া, এটা এখনো জরুরী।তবে মাজার কেন্দ্রিক পীর মুরিদির যে পদ্ধতি রয়েছে, সেটা অবশ্যই পরিত্যাজ্য।

(২) গোনাহ পরিত্যাগ করার জন্য নেককার কারো সংস্পর্শ গ্রহণ করে উনার পরামর্শ মোতাবেক পরিচালিত হতে হবে।

(৩) মহিলা নেককার মহিলার সংস্পর্শ গ্রহণ করবে।অথবা পর্দার আড়ালে থেকে নেককার কোনো আলেম ওয়াজ নসিহত শ্রবণ করে নিজেকে সংশোধন করার চেষ্টা করবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (643,950 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

...