আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
223 views
in পবিত্রতা (Purity) by (1 point)
আমার খুব অল্পতে ঠান্ডা লাগে। কোল্ড এলার্জি আছে। আমি বেশিক্ষণ অযু ধরেও রাখতে পারি না। ।নামাজের জন্য সুন্নাহ অনুসারে অযু করি তাতেই মাঝে মাঝে কষ্ট হয়ে যায়। এলার্জি বেড়ে যায়। সবসময় পবিত্র থাকা উচিত। অথচ ঠান্ডার কারনে , কখনো কখনো অলসতার কারনে পারি না। অযুর জন্য বেশিক্ষণ কোরআনও পড়তে পারি না। কোরআন app দেখে পড়ি ফলে বেশিক্ষণ পড়তে পারি না। এমন অবস্থায় আমি যদি অযু ভেঙে গেলে শুধুমাত্র অযুর ফরজ অর্থাৎ মুখ হাত পা মাথা একবার করে ধুয়ে নিই। তাহলে কি পবিত্রতা অর্জন হয়ে যাবে? আমি কোরআন পড়তে পারব?নাকি আমার গোনাহ হবে। শুধু ফরজ আদায় করলে কম পানি ধরা হবে যা আমার জন্য সহজ হবে। আমি এভাবে সারাদিন পবিত্র থাকতে চাই। আর কোরআন ও পড়তে চাই। তবে নামাজের জন্য কষ্ট হলেও আমি সুন্নাত মতোই করবো ইনশাল্লাহ। এখন আমার কি করা উচিত?

1 Answer

0 votes
by (643,950 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
হযরত আবু সাঈদ খুদরী রাঃ থেকে বর্ণিত,
ﻋﻦ ﺃﺑﻲ ﺳﻌﻴﺪٍ ﺍﻟﺨُﺪْﺭِﻱِّ - ﺭَﺿِﻲَ ﺍﻟﻠﻪُ ﺗَﻌَﺎﻟَﻰ ﻋﻨﻪُ - ﻗﺎﻝَ : ﺳَﻤِﻌْﺖُ ﺭﺳﻮﻝَ ﺍﻟﻠﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻳﻘُﻮﻝ" : ﻣَﻦْ ﺭَﺃَﻯ ﻣِﻨْﻜُﻢْ ﻣُﻨْﻜَﺮًﺍ ﻓَﻠْﻴُﻐَﻴِّﺮْﻩُ ﺑِﻴَﺪِﻩِ ، ﻓَﺈِﻥْ ﻟَﻢْ  ﻓَﺒِﻠِﺴَﺎﻧِﻪِ ، ﻓَﺈِﻥْ ﻟَﻢْ ﻳَﺴْﺘَﻄِﻊْ ﻓَﺒِﻘَﻠْﺒِﻪِ ، ﻭَﺫَﻟِﻚَ ﺃَﺿْﻌَﻒُ ﺍﻹِﻳﻤَﺎﻥِ "
নবীজী সাঃ বলেনঃ তোমাদের মধ্য থেকে কেউ যদি কোনো অন্যায় কাজ দেখে,তাহলে সে যেন তা হাত দিয়ে ,না পারলে মুখ দিয়ে এবং না পারলে সে যেন তা অন্তর দিয়ে গৃণা করে।এবং এটাই তার ঈমানের সর্বনিম্ন স্থর।(সহীহ মুসলিম-৭৩)

অন্তর দিয়ে গৃনা করার অর্থ হচ্ছে, হালালকে হালাল জানা এবং তাকে মহব্বত করা। এবং হারামকে হারাম জানা ও ঘৃণা করা এবং তা থেকে দূরে থাকা। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1982

প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) ক্লাসে শিক্ষক যদি ইসলামের বিষয়ে ভুল কিছু বলে অর্থাৎ বিদআতী আমল,জাল হাদিস এবং না জানার কারণে শরীয়তের  বিধান গুলো ভুলভাবে উপস্থাপন করেন, তাহলে সাধ্যানুযায়ী ভুল ধরিয়ে দেওয়া জরুরী।

(২) কোন জালিম নারী বা পুরুষের জুলুম ও নির্যাতনের মাত্রা যদি চুড়ান্ত পর্যায়ের হয়, এবং তাকে কেউ যুগের দাজ্জাল বলে অভিহিত করে তাহলে, তাহলে সেই উপমাতে ভুলের কিছু নেই।


(৩) প্রশ্নটি অসস্পষ্ট। দয়া করে কমেন্টে সাজিয়ে বলবেন।অথবা কল দিবেন।


(৪)ওযু-গোসলে ওয়াসওয়াসার জন্য পানি বেশী ব্যাবহার করলে, তাতেও অপচয় করার গুণাহ হবে।


(৫)খাতায় ইচ্ছা করে কোন অংশ বা পৃষ্ঠা খালিই রেখে অন্য পৃষ্ঠা বা অংশে লিখলে সেটাও অপচয় হিসেবে বিবেচিত হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 143 views
0 votes
1 answer 185 views
...