মাইক্রো-ক্রেডিট/মাইক্রো ফাইনান্স যা একটি দেশের ব্যাংক ঋণ এবং অর্থনীতির সাথে সম্পর্কিত। এটি প্রথম প্রফেসর মুহাম্মদ ইউনূস কর্তৃক চালু করা হয়েছিল। মাইক্রো-ক্রেডিট দরিদ্র মানুষের কাছে সংক্ষিপ্ত এবং দীর্ঘমেয়াদী ঋণ দেয়। ২০০৬ সালে মুহম্মদ ইউনূস মাইক্রো-ক্রেডিট প্রসেসের জন্য শান্তি পুরস্কার পান।
প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই বোন!
মাইক্রো-ক্রেডিটের ব্যখ্যা থেকে বুঝতে পারলাম যে,মাইক্রো-ক্রডিট হল,সুদ।আর সুদ স্পষ্টত হারাম।
সুদের সাথে সম্পর্কিত যতপ্রকার ইনকাম হতে পারে,সবগুলোই হারাম ও নাজায়েয।
আরো জানুনঃ
কুরআনে কারীমে ইরশাদ হচ্ছে-
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِن كُنتُم مُّؤْمِنِينَ [٢:٢٧٨]
হে ঈমানদারগণ,তোমরা আল্লাহকে ভয় কর এবং সুদের যে সমস্ত বকেয়া আছে,তা পরিত্যাগ কর,যদি তোমরা ঈমানদার হয়ে থাক। [সূরা বাকারা-২৭৮]
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا الرِّبَا أَضْعَافًا مُّضَاعَفَةً ۖ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ [٣:١٣٠]
হে ঈমানদারগণ! তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেয়ো না। আর আল্লাহকে ভয় করতে থাক, যাতে তোমরা কল্যাণ অর্জন করতে পারো। [সুরা আলে ইমরান-১৩০]
হাদিস শরিফে এসেছে-
لَعَنَ رَسُولُ اللهِ ﷺ آكل الربا وموكله وكاتبه وشاهديه، وقال : هم سواء.
আল্লাহর রাসূল ﷺ সুদখোর, সুদদাতা, সুদের লেখক এবং তার উপর সাক্ষীদ্বয়কে অভিশাপ করেছেন, আর বলেছেন, ওরা সকলেই সমান। (মুসনাদে আহমাদ ৩৮০৯)
আরো জানুনঃ
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে উক্ত এনজিও কোম্পানিতে চাকুরী করার ক্ষেত্রে শরীয়তের মূলনীতি ফলো করতে হবে।
মূলনীতি হলো, কোনো ব্যক্তি যদি এমন কাজের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করে, যে কাজটি সরাসরি সুদের সঙ্গে সম্পৃক্ত, তাহলে তার উপার্জন এবং সুদের সঙ্গে সম্পৃক্ততার জন্য তার এই কাজ—দুটিই হারাম হবে। কিন্তু যদি কোনো ব্যক্তি সরাসরি এমন কোনো কাজের সঙ্গে সম্পৃক্ত হন, যে কাজের সঙ্গে সরাসরি সুদের কোনো সম্পর্ক নেই বা যে কাজের মধ্যে সুদ সরাসরি কোনোভাবে আসে না, সে প্রতিষ্ঠানের যদি সুদের সঙ্গে অন্য কোনোভাবে সম্পৃক্ততা থাকে, তাহলে ওই ব্যক্তির উপার্জন হারাম হবে না; বরং জায়েজ হবে। এ ক্ষেত্রে তার চাকরি করাটাও জায়েজ হবে।
বিস্তারিত জানুনঃ
★প্রশ্নে উল্লেখিত ছুরতে যদি উক্ত এনজিও সুদ ভিত্তিক না হয়,তাদের কার্যক্রম যদি জায়েজ হয়,তাহলে আপন যদি সরাসরি মাইক্রো ক্রেডিট / মাইক্রো ফাইনান্স এর সাথে জড়িত না থাকেন,তাহলে এ চাকুরী জায়েজ হবে।
আপনাজ মূল দায়িত্ব মূলত অন্য জায়েজ কাজ হয়, কিন্তু অল্প পরিমাণ কাজ হল মাইক্রো ক্রেডিট / মাইক্রো ফাইনান্স এর বিষয়টি অডিট করা,তাহলেও এ চাকুরী জায়েজ হবে।