১) কেউ সলাতে তার সামনে সুতরা না রাখলে সর্বোচ্চ কত কাতার দুর থেকে আমি তার সামনে দিয়ে যেতে পারবো? দুরত্বের পরিমান টা জানতে চাচ্ছি। কারন অনেক সময় দেখা যায় আমি যে কাতারে তার চেয়ে ২-৩ কাতার পিছনে কেউ সুতরা ছাড়া সলাত আদায় করতেছে।
২) ঈমামের দ্রুততার জন্য যদি আমি রুকুর ও সাজদাহ এর তাসবীহ ৩ এর কম বার পড়ি তাহলে কোনো সমস্যা হবে কিনা? আর এই দ্রুততা আমার পছন্দ না হলে কিংবা তার তাড়াহুড়োর কারনে আমার এই মসজিদ রেখে দুরের মসজিদে যাওয়া কি জায়েজ হবে?
৩) আল্লাহর রাসূল সল্লাল্লাহু 'আলা রসুলীহি ওয়া সাল্লাম এর সলাতে সুরা মিলানোর একটা নিয়ম দেখেছিলাম। অর্থাৎ তিনি এই নামাযে এই এই সুরা পড়তেন/ বা এই সুরা থেকে এই সুরার মধ্যে তিলাওয়াত করতেন। বিতর, ফজরের সুন্নত ও মাগরিবের সুন্নতের টা জানি। বাকি গুলো জানতে চাচ্ছি।