বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
হাদীস শরীফে এসেছে-
عَنْ
عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: كَانَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصِيبُ مِنْ أَهْلِهِ مِنْ أَوَّلِ
اللَّيْلِ، فَيَنَامُ، وَلَا يُصِيبُ مَاءً، فَإِنِ اسْتَيْقَظَ مِنْ آخِرِ
اللَّيْلِ عَادَ وَاغْتَسَلَ "
আয়েশা রা. থেকে বর্ণিত। তিনি বলেন- রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রথম রাতে কোনো স্ত্রীর সাথে সহবাস করতেন কিন্তু
গোসল করা ছাড়াই ঘুমিয়ে যেতেন। অত:পর তখন ভোর রাত্রে জাগ্রত হতেন তখন তা
পুনরাবৃত্তি করে গোসল করতেন। (আল আছার লি মুহাম্মদ রহ. ১/৮০)
অন্য এক হাদীসে এসেছে-
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّهُ قَالَ ذَكَرَ عُمَرُ
بْنُ الْخَطَّابِ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ تُصِيبُهُ
الْجَنَابَةُ مِنَ اللَّيْلِ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم
" تَوَضَّأْ وَاغْسِلْ ذَكَرَكَ ثُمَّ نَمْ ".
আবদুল্লাহ ইবনু উমর
(রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ উমর ইবনুল
খাত্তাব (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বললেন, রাত্রে কোন সময় তাঁর জানবাতের গোসল ফরয হয় (তখন কি করতে হবে?) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বললেন, উযূ (ওজু/অজু/অযু) করবে, লজ্জাস্থান ধুয়ে নিবে, তারপর ঘুমাবে। (সহীহ
বুখারী ২৮৬)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
না, প্রশ্নোক্ত ক্ষেত্রে কথাটি সঠিক নয়। একাধিক সহবাস করার সময় দ্বিতীয়বার সহবাস করার আগে মেয়েকে ফরয গোসল করতেই হবে এ
ধরণের কোনো কথা নেই।