ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
প্রসাবের পরবর্তী টিস্যু ব্যবহার করার পর কখনো কখনো টিস্যুর খুবই ছোট অংশ অনিচ্ছাকৃত ভাবে পুরুষাঙ্গের খাজে আটকিয়ে থাকে, যদি টিস্যুতে প্রস্রাব ইত্যাদি আটকিয়ে থাকে, তাহলে ঐ টিস্যু ইত্যাদি নাপাক। তবে নাপাকি এক দিরহাম পরিমাণ না হলে ঐ নাপাকি নিয়ে নামায হয়ে যায়, সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে নামায হয়ে যাবে। হ্যা, টিস্যু ইত্যাদিকে পরিস্কার করে নেওয়াই উত্তম বলে বিবেচিত হবে। যেমন আমরা https://www.ifatwa.info/118 নং ফাতাওয়ায় সুবিস্তারে বর্ণনা করেছি যে,
নাজাসতে গালিজাহ
যেমন ফাতাওয়ায়ে হিন্দিয়াতে বর্ণিত রয়েছে,
وَهِيَ نَوْعَانِ (الْأَوَّلُ) الْمُغَلَّظَةُ وَعُفِيَ مِنْهَا قَدْرُ الدِّرْهَمِ
নাজসতে গালিজাহ যা এক দিরহাম পরিমাণ হলে ক্ষমাযোগ্য।
(নাজাসতে গালিজাহ কি কি?)
প্রশ্নকারী জনাব!
আপনার প্রশ্ন অস্পষ্ট।এই অস্পষ্ট প্রশ্নের যতটুকু সম্ভব আমরা ইতিপূর্বে জবাব দিয়েছি।
আপনার প্রতি বিশেষ পরামর্শ হল, আপনি স্থানীয় কোনো আলেমকে এ বিষয়ে জিজ্ঞাস করবেন।নতুবা উক্ত প্রশ্নকে ইডিট করে সাজিয়ে দিবেন।দয়াকরে নতুন প্রশ্ন করবেন না।