আসসালামু 'য়ালাইকুম
১,আমার প্রশ্নটি হল,আমার স্ত্রীকে কোনো কাজ বা ঘটনার সাথে তালাকের শর্ত দিলে পরবর্তীতে উক্ত কাজ করলে এক তালাক পড়লে,যদি তিন হায়েযের আগেই তাকে ফিরিয়ে নিই,তাহলে পরবর্তী দাম্পত্য জীবনে কি উক্ত শর্ত আবার বহাল থাকবে? যদি পরে স্ত্রী আবার সেই কাজ করে আবার কি তালাক পড়বে
যদি পড়ে এথেকে উত্তরণের উপায় কি?
উল্লেখ্য এখনো সহবাস হয়নি তবে নির্জনবাস হয়েছে
২,কেউ যদি স্ত্রীকে বলে তুমি অমুক কাজ করলেত তালাক দিতাম বা আমি জানলে তোমাকে তালাক দিতাম,তাহলে কি তালাক পড়বে।উল্লেখ্য তিনি এখন তালাক দিতে চান না,তখন দেন ও নাই
৩,আমার আর আমার স্ত্রীর এক তালাক হয়ে গেলে,কিভাবে ফিরিয়ে নেব? আমি তার থেকে দূরে থাকি,মেসেজ করে আগের মত স্বামী স্ত্রী সুলভ একে অপরেএ খোজ নেয়া গল্পস্বল্প করলে কি ঠিক হয়ে যাবে?
৪,কেউ অন্যকে পিতা ডাকলে বা বানালে কি সে কাফির হয়ে যাবে? তওবা করলেও কি জান্নাতে,যাবেনা?