আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লহি ওয়াবারকাতুহ।
এক বোনের পক্ষ থেকে : আমার মুখে এখন বর্তমানে যে পরিমাণ তিল সেটা এখন স্বাভাবিক পর্যায়ে নাই। অস্বাভাবিক পর্যায়ে চলে গেছে। মাত্রাতিরিক্ত তিল যাকে বলে। আগে যেসব তিল ছিলো সেগুলোর আকৃতিতে পরিবর্তন আসছে, বড় হইছে।
এখন পুরো মুখ তিল এ ভরে গেছে। শুধু তাই না নতুন সমস্যা হলো এখন তিল এর মতোই দেখতে ছোট ছোট বাদামি ও লাল দাগ এর মতো তিল দেখা দিছে। যেগুলোকে ফ্রিকেলস বলে। সাথে অনেক তিল।
তিলের পরিমাণ এতোই বেশি যা দেখতে অস্বাভাবিক লাগে। এমন অবস্থায় তিল তুলে ফেলা ছাড়া আর কোনো উপায় নাই, আর এর একটা চিকিৎসা করানোর জন্যই আমি ডাক্তার এর কাছে যাব। চর্মরোগ ডাক্তার এর কাছে। আর ডাক্তার এর পরামর্শ অনুযায়ী তিল এর চিকিৎসা করাবো।
এখন কি তিনি তিল ওঠাতে পারবেন?
আপনার নাম্বার টা এখানে বা মেসেজে দিলে উপকৃত হতাম।