বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/398নং ফাতাওয়ায় আমরা বলেছিলাম যে,
ব্যাংকের এমন কোনো সেক্টরের কাজ হয়,যাতে সুদী কাজে জড়িত হতে হয় না।যেমনঃ ড্রাইভার, ঝাড়ুদার, দারোয়ান, জায়েজ কারবারে বিনিয়োগ ইত্যাদি সেক্টর হয়,তাহলে যেহেতু এসবে সরাসরি সুদের সহায়তা নেই তাই এমন সেক্টরে কাজ করার সুযোগ অবশ্যই রয়েছে।
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
(১)
বর্তমান ইসলামি ধারার ব্যাংকের ট্রেনিং একাডেমীতে চাকুরী করা সরাসরি জায়েয কি না? তা আপাতত স্পষ্টকরে বলতে পারছি না,কেননা তারা ইসলামকে কতটুকু ফলো করে তা আমাদের নিকট অস্পষ্ট।তাছাড়া আমাদের জানামতে তাদের এবং প্রচলিত সুদী ব্যাংকের মধ্যে নামের পার্থক্য ব্যতিত বড় কোনো পার্থক্য নেই। তবে আমরা এতটুকু বলতে পারি যে,,আপনি তত্ব তালাশ করে দেখবেন যে, তাতে সরাসরি সুদের কোনো সম্পৃক্তা রয়েছে কি না?
যদি তাতে সরাসরি সুদের সম্পৃক্ততা থেকে থাকে, তাহলে এই ট্রেনিং কোর্সে চাকুরী করা জায়েয হবে না।
(২)
সুদের হিসাব শিক্ষা দেওয়া জায়েয হবে না।তবে সুদের হিসাব শিক্ষা দিয়ে বেতনকে আবার অনেকেই হারাম বলেন না।কেননা মূলত শিক্ষার মধ্যের হারামের কিছু নেই।হ্যা, সুদকে প্রয়োগ করা এবং সুদের হিসাবকে প্রয়োগ করাই হারাম।
(৩)
জ্বী, তা হালাল হবে। তবে সুদকে শিক্ষা দেওয়া কখনো জায়েয হবে না।এজন্য এরকম চাকুরীকে পরিহার করতে হবে।