১. ২য় রাকাতে তাশাহহুদ পড়া ওয়াজিব না শুধু বসা ওয়াজিব?
২. ৪র্থ রাকাতে তাশাহহুদ পড়ার আগে ভুলে বিসমিল্লাহ পড়ে ফেললে সাহু সিজদা দিতে হবে?
৩. সূরা ফাতিহায় আনআমতা আলাইহিম, এখানে আনআমতা আন ا আছে, আমতাতে ى আছে، কিন্তু আমি প্রায়ই ভুলে যাই কোথায় কি। আমি ভুলে প্রথমে ى পরে ا এর উচ্চারণ করেছি, নামাজ সহিহ হবে?
৪. নামাজে কুরআনের কোনো দোয়া পড়লে সে দোয়াতে উচ্চারন ভুল হলে নামাজ ভাঙবে?
رَبَّـنَـا اغْـفِـرْلِـىْ وَلِـوَالِـدَىَّ وَلِـلْـمُـؤْمِـنِـيْـنَ يَـوْمَ يَـقُـوْمُ الْـحِـسَـابُ
রাব্বানাগ্ ফিরলী ওয়া লিওয়ালিদাইয়্যা ওয়ালিল্ মুমিনীনা ইয়াওমা ইয়াকুমুল্ হিসাব্। এ দোয়াতে ইয়াকুমুল এখানে ك এর উচ্চারণ করেছি।
৫. আমার রমজানে প্রথম রোজাতে কুলি করার সময় সামান্য পানি গিয়েছে কিনা সন্দেহ হচ্ছে, কিন্তু কোনভাবেই নিশ্চিত হয়ে পারছিনা। এখন কি একটা নফল রোজায় এমন নিয়ত করব যে, আল্লাহ ওই রোযা ভেঙে গেলে এই রোযা তার কাজা আর না ভাঙলে এটা নফল???
৬. কয়েকদিন আগে একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম, এমন স্বপ্ন আগে কখনও দেখিনি, আমি ঘুমের আগে আয়াতুল কুরসী, দোয়া পড়ে ঘুমাই।
দেখি - আমি মসজিদের পাশে দিয়ে যাচ্ছি হঠাৎ মনে হলো কেউ আমার পিছে পিছে আসছে, পরে তাকিয়ে দেখি একজন বয়স্ক সাদা দাড়ি, টুপি, পাঞ্জাবি পরা লোক দৌড়িয়ে আমার দিকে আসছে। পরে আমি তাকে দেখে জোরে দৌড় দেই, কিন্তু কয়েক সেকেন্ডেই সে আমাকে ধরে ফেলে, আমাকে উঠিয়ে সে দৌড়াতে দৌড়াতে নিয়ে যেতে থাকে কোথায়, আমি চিৎকার করতে চাই কিন্তু পারিনা, অজ্ঞান হয়ে যাই একটু পরেই। পরে উঠে দেখি আমি আর আরেকজন একজনের দাস হয়ে গেছি।
এর ব্যাখ্যা কি?