http://ifatwa.info/45194/প্রশ্নটির উত্তরে বলা হয়েছে যে আপনি বাড়ির সবকিছুকে পাক হিসেবে ধরবেন। বাড়ির কোনো কিছুই নাপাক হয়নি। আবার উক্ত উত্তরের শেষে বলা হয়েছে যেগুলো ব্যবহার করে নামাজ পরবেন সেগুলো পবিত্র করে নিবেন।বিষয়টা যদি একটু বুঝিয়ে বলতেন।এখানে তো সবকিছুকে পাক ধরতে বলা হয়েছে।তাছাড়া তো আর উপায়ও নেই।
হুজুর আমি আগেই বলেছি যে আমার প্রায় সকল কাপড় চোপড়, জায়নামাজ সবকিছুই নাপাক হয়ে গেছে। এমনকি বাড়ির বিছানার চাদর, কাথা, পর্দা, সোফা, গামছা , চেয়ার , টেডিল, থালাবাসন, জগ, গ্লাস, বালতি , মগ, বেসিন, পাপোশ এক কথায় ব্যবহার করার প্রায় সবকিছুই নাপাক হয়ে গেছে। আর আমার শরীর বেশিরভাগ সময়ই ভেজা থাকে। তাই আমি ঐ অবস্থাতে যদি বিছানায় শুই, বা সোফায় বসি, বা এক ঘর থেকে অন্য ঘরে যাওয়ার সময় পর্দার সাথে আমার শরীর বা কাপড় স্পর্শ হয়, তাহলে তো আবার আমার শরীর বা কাপড় নাপাক হয়ে যাবে। আবার পরিবারের অন্য সবারও কাপড় নাপাক। তাদের সাথেই আমাকে সারাদিন থাকতে হয়। তাদের শরীর বা কাপড়ের সাথে আমার ভেজা কাপড় স্পর্শ হলে তো আবার আমার কাপড় নাপাক হয়ে যাবে। এভাবে তো পৃথিবীতে বেঁচে থাকাই কষ্টসাধ্য। এখন ধুতে গেলে তো সম্পূর্ণ বাড়ির প্রায় সবকিছুকেই ধৌত করতে হবে। এতো কিছু তো আর ধোয়া possible না। আমার বাড়ির প্রায় সবকিছুই নাপাক।
নামাজ পরার জন্য কাপড়গুলো কী ধোয়া বাধ্যতামূলক? এতো কাপড় ধুতে গেলে তো সারাদিন আমাকে কাপড় ধোয়ার পেছনেই সময় দিতে হবে। এতো কিছু তো ধোয়া সম্ভব নয় ইসলাম অনেক সহজ একটি ধর্ম। আর আল্লাহ তো ক্ষমাশীল। তিনি তো তার বান্দাদের উপর কোনো কিছুই চাপিয়ে দেন না।
এখন কী আমি তাহলে সবগুলো কাপড়কে পাক ধরব? আমি তো এই পাঁচদিন সবকিছুকে পাক ধরেই সালাত আদায় করেছি। তাই ভবিষ্যতে আর এরকম না করার ভিত্তিতে কী আমি বাড়ির সবকিছু, সব কাপড়, সব জিনিসপত্র যেগুলোকে ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক নাপাক করে ফেলেছি, সেগুলো সবকিছুকে কী পাক ধরতে পারি? যেহেতু এখানে সময়ের সাথে সহজতার স্বার্থে আসল হুকুম দেকে সরে এসে সবকিছুকে পাক ধরার কথা বলা হয়েছে।
আমি তো সবসময়ই পাক পবিত্র থাকার চেষ্টা করি। এখন একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমি নিয়মিত সাইকেল এর কাছে কাউন্সিলিং করাচ্ছি। আমার মাথায় সারাদিন সারাক্ষণ এসব চিন্তা ঘুরে। খুব পেরেশানিতে আছি।
তাই আমি ভবিষ্যতে এহেন না করার ভিত্তিতে কী সবকিছুকে পাক ধরব? এতো কিছু তো আর ধোয়া সম্ভব না।
দয়া করে
http://ifatwa.info/45194/নং প্রশ্নটি সহ পুরোটা পরবেন।