আসসালামু আলাইকুম। আমার দুইটি প্রশ্ন রয়েছে। প্রথমটি হলো, আল্লাহ তোমাকে দেখে রাখবেন এরকম কিছু বোঝাতে স্বামী যদি তার স্ত্রীকে বলে যে, তোমাকে আল্লাহর হাওলা করে দিলাম। এই কথার দ্বারা কি কোনো সমস্যা হবে?
অপর প্রশ্নটি হলো, স্ত্রীর সামনে মাস্টার্স পরীক্ষা বলে তাকে আপাতত বাড়িতেই রাখা হয় আর স্বামী তার কর্মস্থল ঢাকায় থাকে। স্ত্রীর পরীক্ষা শেষ হলেই আবারও তাকে তার স্বামী তার নিজের কাছে নিয়ে যাবে। ঈদের ছুটি কাটিয়ে স্বামী যখন ঢাকায় তার কর্মস্থলে ফিরে যায়, তখন স্ত্রীর সাথে ফোনে কথা বলার সময় স্বামী বলে যে, "তোমাকে ছেড়ে আসছি, এতে আমার খুব কষ্ট হয়েছে" (আসলে এখানে ছেড়ে আসছি বলতে রেখে আসছি বোঝাতে চেয়েছিল)। কিন্তু স্বামীর এই কথার দ্বারা কি কোনো সমস্যা হবে?