আসসালামু আলাইকুম। আমার চাচাতো বোন ২০১৮ সালে একটা ছেলের সাথে পালাইয়া বিয়ে করেছিল। ওরা ঐই বিয়ে পরিবারের অনুমুতি না নিয়ে করেছিল। কিন্তু যখন ছেলের বাবা মা জানতে পারে তারা আমার বোন কে মেনে নিতে রাজি হয় না।যার কারনে অনেক বিভেদ সৃষ্টি হয়। ছেলের পরিবার ছেলে ঘর বন্ধি করে ফেলে। এই ক্রিটিক্যাল সিচুয়েশনেও আমার বোন আর ছেলে গোপনে সম্পর্ক রাখে। ছেলের ফ্যামিলি তে প্রবলেম শুরু হয়। যার কারনে ছেলে মেয়ের মাঝে ঐ অবস্থায় অনেক প্রবলেম হয় বিয়ে নিয়ে,যেমন মাঝে মাঝে আমার বোন রাগের মাথায় ঐনার প্রাক্তন কে জোর পূর্বক তালাক বলাইতো।মানে ওদের মাঝে ঝগড়া হলেই ওরা জোর পূর্বক তালাক বলাবলি করতো একজন আরেকজন কে। এইভাবে মাসখানেক যাওয়ার পর একদিন ওদের মাঝে কিছু কথা কাটাকাটি হয়। আমার বোন রাগের মাথায় ৩ বার তালাক বলে আর ওর প্রান্তনকেও ৩ বার তালাক বলায়। ঐদিনের ঘনটার পর ঐ ছেলে আমার বোনের সাথে কনটাক্ট অফ করে দেয়। এবং ঐ ছেলে বিয়ের ব্যাপার টা ওর ফ্যামিলি কে হ্যান্ডেল করার জন্য দেয় যাতে মেয়ে পক্ষ ঝামেলা না করে। এর পর আর কোনো যোগাযোগ হয় না ঐ ছেলের সাথে।ছেলে আমার বোনকে ছেড়ে দেয় কন্টাক্ট ওফ হয়ে যায়,জাস্ট লাস্ট টাইম ঐ ছেলে কে জিঙ্গাসা করা হয় যে ও কি আসলেই কুইট করছে নাকি এই বিয়ে ঐ ছেলে জাস্ট ডিরেক্ট বিয়েকেই বলতে গেলে অস্বীকার করে।এবং বলে যে এই বিয়ে করা ছেলের লাইফের একটা ভুল ছিলো।না বুঝে বিয়ে করছে আবেগে পরে।এই কনভারসেশনের পর ঐ বিয়ে নিয়ে আর কোনো যোগাযোগ হয় নি।আমার বোন ওর মতোন লাইফ কাটাইতেছে আর ঐ ছেলে ওর মতোন। এখন আমার প্রশ্ন হলো এই যে পদ্ধতিতে ওরা বিচ্ছেদ হয়েছে এইভাবে কি তালাক হয়েছে উভয়ের? আর যদি তালাক না হয় সর্ট টাইমে করনীয় কি এই বিয়ের তালাকের জন্য??