আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ,
এক বোনের প্রশ্ন.....
আমি ২৪ বয়সী একজন মেয়ে,জন্মগত মুসলিম হলেও দ্বীনি জ্ঞান এসেছে গত এক বছর আগে,
কিন্তু ইতিপূর্বেই আমি একটি হারাম সম্পর্কে জড়িয়ে ছিলাম,৫ বছর ধরে,এবং বিভিন্ন শারীরিক সম্পর্ক হয়ে যায়,
ইসলামিক জ্ঞান আসার পর অনেকবার রবের জন্য ছেড়ে দিতে যেতেও বারবার শয়তানের ওয়াস ওয়াসায় পড়ে যেতাম এবং বারবার গুনাহে লিপ্ত হয়ে যাই
পরক্ষনেই আবার গুনাহ থেকে বের হয়ে আসার চেষ্টা করি,কিন্তু বারবার ভুল হয়ে যাওয়ায় সম্পর্ক টাকে হালাল করার জন্য বাবামাকে না জানিয়ে বিয়ে করে ফেলি,
পড়াশোনা সূত্রে বাবা মা থেকে দূরে থাকার জন্য আর কিছু অন্য কারনে এত বছর বাসা থেকে বিয়ের জন্য চেষ্টা করে নি,
কিন্তু সম্প্রতি পড়াশোনা শেষ হয়ে যাওয়ার বাসা থেকে বিয়ের চাপ দিচ্ছে খুব,
আমার পছন্দ আছে জানার পর তাদের মতামত দেয়নি,বরং বলেছে তাদের পছন্দে বিয়ে না করলে বাবা আত্নহত্যা করবে, ঘর ছাড়া করবে,পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করে দিবে,
আমার স্বামীর আর্থিক এবং পারিবারিক অবস্থা আমার বাবার প্রত্যাশার নিচে,
দুনিয়াবি চিন্তাধারার হওয়ায় অর্থবান এবং উচ্চ শিক্ষিত কাছে বিয়ে দেওয়ার জন্য সব ধরনের ইমোশনাল কথা বলছে এবং চাপ দিচ্ছে,
বিয়ের কথা জানাতেও পারছিনা তাহলে বলছে তালাক দিয়ে নিয়ে আসবে,
এ অবস্থায় আমি সবর করতে পারছিনা,বাবা মার সাথে খারাপ ব্যবহার করে ফেলছি,
এখন আমার কি করা উচিত?