ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
সর্বপ্রথম কি তৈরী করা হয়েছে,তা নিয়ে মতবেদ রয়েছে।ইবনে জারির তাবারি রাহ এবং ইবনুল জাওযি রাহ এর মতে সর্বপ্রথম কলম তৈরী করা হয়েছে।ইবনে তাইমিয়াহ রাহ এবং ইবনুল কাইয়ুম রাহ এর মতে সর্বপ্রথম আরশ তৈরী করা হয়েছে।ইবনে মাসউদ রাযি এবং বদরুদ্দীন আইনি রাহ মতে সর্বপ্রথম পানি তৈরী করা হয়েছে। যেহেতু এ বিষয়ে কুরআন বা হাদীসে স্পষ্ট কিছুই আসেনি, তাই এ মতবেদ তৈরী হয়েছে।একেকজন একেকটাকে সর্বপ্রথম বলেছেন।
(২)
সতর আর আওরাহ একই জিনিষকে উদ্দেশ্য নেয়া হয়। অর্থাৎ নারী পুরুষের জন্য যা ঢেকে রাখা অত্যাবশ্যক বা ফরয। লোক সম্মুখে সতর খুলে রাখা অবশ্যই কবিরাহ গোনাহ।
(৩)
হাদীসে বিজাতীয়দের অনুকরণ করতে নিষেধ করা হয়েছে।
হযরত ইবনে উমর রাযি থেকে বর্ণিত,
عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ
নবীজী সাঃ বলেনঃ যে ব্যক্তি যে জাতীর অনুকরণ করবে, সে তাদের-ই দলভুক্ত হবে।(সহীহ বুখারী-৪০৩১)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
চিয়ার্স (cheers) করে পানীয় পান করা বিজাতীয় সংস্কৃতির অংশ। সুতরাং বিজাতীয় অনুকরণে চিয়ার্স বলা কখনো জায়েয হবে না।