লম্বা লেখা হওয়ার জন্যে মাফ করে দিবেন। পুরো অবস্থা বর্ণনা করার জন্যে এত কিছু বলতে বাধ্য হওয়া।
আসসালামু আলাইকুম ওস্তাদ
গত প্রশ্নে আমি জিজ্ঞাস করেছিলাম যে মায়ের খালাতো বোনকে বিয়ে করা যাবে কিনা।
তখন বলা হয়েছিল যে যাবে, পরিবারের সাথে কথা বলতে। অতঃপর আমি বাসায় জানালে এ নিয়ে আমাকে অপমান করা, বকা দেওয়া হয় এমনকি বলদ, বেক্কল এসবও বলা হয়। বলে নিজের বোন আর খালাতো বোন একই। রক্তের মধ্যে বিয়ে হয় না, কিভাবে এসব চিন্তা করলি, লজ্জা করল না?, কেউ রাজি হবে না, সমাজ কি বলবে এসব বলে আমাকে নিরুৎসাহিত করে। এমনকি আমি এটাও বলি যে আমি আইওএম এর আইফতোয়ার মাধ্যমে ওস্তাদদের থেকে জেনেই এসব বলেছি, ইসলাম নিষেধ করে নাই। তখন বলে তারা কি জানে, তারা বললেই হল নাকি। আমি জবাবে বলি তাহলে আমি সরাসরি মেয়েকে বিয়ের কথা বলব। তখন বলে আমার বোন তোকে মামা বলে, আমাকে বোন বলে সে কিভাবে রাজি হবে, সে কিভাবে আমাকে শাশুড়ি হিসেবে মেনে নিবে, তাছাড়া তার মা-বাবা ও রাজি হবে না এসবের জন্যে। উলটো সে তার বাবার কাছে সব বলে দিবে, এতে তুইও ছোট হবি, মান সম্মান সব হারাবি।
এখন আমার জন্যে কি সরাসরি মেয়েকে বিয়ের কথা বলা ঠিক হবে? সে খারাপ ভাবে নিক কিংবা রিজেক্ট করে দিক অন্তত আমি আমার দিক থেকে চেষ্টা করেছি এটুকু নিজেকে সান্তনা দিতে পারব। অনৈতিক কোনো প্রস্তাব তো আর দেই নি। কিংবা প্রেমের প্রস্তাবও তাকে দেইনি। হালাল নিয়তে বিয়ের প্রস্তাব দিতে চাচ্ছিলাম।
নন মাহরাম যে কাউকে বিয়ের প্রস্তাব দিতেই পারি এক্ষেত্রে মানুষ কেন বিষয়টাকে এত খারাপ ভাবে দেখবে? যেখানে আজকাল এসব এর আড়ালে কত পরকীয়া, বেহায়পনা, লুচ্চামি হচ্ছে। এ সমাজ, পরিবার হারাম রিলেশন, প্রেম, অশ্লীলতা বেহায়পনা তে কেউ কিছুই বলে না দেখে না, হালাল পন্থায় বিয়ের কথা উঠলেই যত চুলকানি উঠে।
আমি নিজের চরিত্র রক্ষার জন্যে ছাত্রাবস্থায়ই (বর্তমানে বি.এস.সি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ ৩য় সেমিস্টার চলমান) বিয়ে করতে চাচ্ছিলাম। কারন নিজেকে গোপন পাপ থেকে সহজে নিয়ন্ত্রন করতে পারছিলাম না আর, শুধু মনে হত ইশ যদি অন্যদের প্রেম করতে পারতাম বা কাউকে সাথে পেতাম। এজন্যে গত এক বছরে টিউশন করে ৮০ হাজার টাকা সঞ্চয় করি দেন মোহর বাবদ। তারপরেও পরিবার থেকে বিয়ের জন্যে রাজি হয়নি উলটো ইমোশনাল কথা বলে সেই জমানো টাকা টাও আমার থেকে নিয়ে নেয়। তার পর থেকে রাগে টিউশন/ নিজের আয় করে কিছু করার চেষ্টা ছেড়ে দেই। এখন আবার বলে টিউশনিও তো নাই যে বিয়ে করে বউকে চালাবি। আমিও বলে দেই যেদিন বিয়ে করে বউ নিয়ে চলে আসব সেদিন বুঝবা, তখন বলে আমরাও তোকে ঘর থেকে বের করে দিব, ত্যাজ্য করে দিব, ছেলে বলে পরিচয় দিব না, এত কষ্ট করে বড় করলাম তার প্রতিদান এই দিলি? বিয়ের জন্য এত পাগল কেন?
এর আগে ২০১৯-২০২০ সালে এক মেয়েকে পছন্দ করতাম প্রায় ৮-৯ বছর ধরে। বাসায় তাকে বিয়ের কথা বললে তখনও বেকার, বিয়ে করে খাওয়াবি কি এসব বলা হয়েছিল অথচ ২০২১-২২ গত দেড় বছরে টিউশন সহ ছোটখাটো অনলাইন ব্যবসা করে টাকা জমালাম তখন অজুহাত দিয়েছিল টিউশনি দিয়ে বিয়ে সম্ভব না। বলে পড়াশোনে ছেড়ে কাজে নেমে পড়, তারপরে নিজের জাত মতো কোনো ভাবে বিয়ে করে ফেল।
আমার কি বিয়ের জন্যে সামনে আগানো উচিত নাকি হাল ছেড়ে দিয়ে আবার সেই সমাজের তথাকথিত হারাম ফ্রি মিক্সিং পরিবেশে চলে যাওয়াটাই ভালো হবে? কেননা যাকেই পছন্দ করি প্রতিবারই কোনো না কোনা বাধা, অজুহাত দিয়েই যাচ্ছে। এভাবে আর নিজেকে ধরে রাখতে পারতেছি না। বুঝতেছিও না ঠিক কি করা উচিত।