আসসালমুআলাইকুম।
আমি একটি ফেইসবুক পেজে নিম্নুক্ত পোষ্ট টি পড়েছি :-
বদনজর বা চোখ লাগার লক্ষণ।
[১] শরীরের সাধারণ দুর্বলতা থাকা, ক্ষুধা হ্রাস এবং বমি বমি ভাব লাগা।
[২]চেহারাতে ফ্যাকাশে ফিতে/ধূসর / হলুদ হয়ে যাওয়া।
[৩] ক্ষুধামন্দা, খাবারে অরুচি।
[৪]স্থায়ীভাবে / প্রায় সময় উচ্চ শারীরিক তাপমাত্রা/ জ্বর থাকা [ কিন্তু থার্মোমিটারে না উঠা]
[৫]কোন কারণ ছাড়াই কান্নাকাটি করা / আশ্বাস হওয়া।
[৬]কনস্ট্যান্ট জাগ্রত (ঘুমিয়ে আছেন কিন্তু মনে হচ্ছে জাগ্রত)
[৭]উভয় হাত এবং পায়ের মধ্যে প্রায়ই ব্যথা, শরীরের ব্যথা আবর্তিত, শরীরের ব্যথা এক জায়গায় স্থির না হওয়া।
[৮]প্রায় সময় মাথাব্যাথা করা
[৯] বিভিন্ন অসুখ লেগেই থাকা, অনেক
চিকিৎসার পরেও ভালো না হওয়া (ঠান্ডা,সর্দিকাশি, জ্বর, মাথাব্যথা ইত্যাদি )
[১০] পঞ্চমুখী মমুলাট,( কাজে মন না বসা, লেখাপড়া মন না বসা, নামাজ, যিকিরে মন না বসা)
[১১] মহিলাদের/পুরুষদের অত্যধিক চুল পড়া (যা শ্যাম্পু ব্যবহার করেও কাজ হয়না)
[১২] আত্মীয়, বন্ধু ও সহকর্মীদের সাথে দেখা করতে অপছন্দ লাগা।
[১৩]ব্যবসা, কাজ বা পেশায় বিঘ্ন এবং ক্ষতি, ঝামেলা লেগে থাকা।
[১৪] বুকে ধড়ফড় করা, দমবন্ধ বা অসস্তি লাগা।
[১৫] পেটে প্রচুর গ্যাস হওয়া/ জমে থাকা।
[১৬] মেজাজ খিটখিটে থাকা, কোন কারণ ছাড়াই রেগে যাওয়া।
[১৭]অহেতুক মেজাজ বিগড়ে থাকা ।
[১৮]একটি প্রাথমিক / বিশেষজ্ঞ কাজ সম্পাদন করতে অক্ষম হওয়া।
[১৯] প্রাথমিক/যে কাজে অভিজ্ঞ তা করতে গেলেই অত্যন্ত অলস অথবা অসুস্থ হয়ে পড়া।
[২০]স্বপ্নে উঁচু থেকে পড়ে যেতে দেখা, মৃত মানুষ দেখা। অথবা স্বপ্নে কাউকে মরে যেতে দেখা।
লক্ষ্মণ গুলোর সাথে মিলে গেলে রুখাইয়া করতে হবে,
রুখাইয়া করতে রুখাইয়া গ্রুপ এ জয়েন করুন।
উল্লেখ্য, আমি জানতে চাচ্ছিলাম, এগুলো কি সত্যি, যে বদনজর এর লক্ষণ??
আর,
আমাকে এই বদনজর থেকে মুক্তি পাওয়ার উপায় সম্পর্কে জানাবেন, ইনশাআল্লাহ!!