আসসালামু আলাইকুম
আমার তিনটি প্রশ্ন ছিলো, উত্তর প্রদান করলে ইন শা আল্লাহ উপকৃত হতাম। জাযাকাল্লাহ খাইরান।
১) আমার কাছে একটি বাংলা কুরআন আছে অর্থাৎ শুধুমাত্র তর্জমা, কোনো আরবি লেখা নেই। আমি কি সেটি ওযু ছাড়া যখন তখন পড়তে পারবো?
২) ওযুসহ এবং সতর ঢাকা অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কুরআন তিলাওয়াত করা কি জায়েজ? দাঁড়িয়ে কুরআন তিলাওয়াত করার কোনো বাধ্যবাধকতা রয়েছে কি?
৩) এমন যদি হয় আমি ফজরের ওয়াক্ত শেষ হবার ৩/৪ মিনিট আগে ঘুম থেকে উঠেছি এবং যথাসম্ভব দ্রুত নামাযে দাঁড়িয়ে গেলাম। নামায সূর্যোদয়ের আগেই পড়া শুরু করলেও শেষের একটু নামায যেমন শেষ রাকাত বা শেষ বৈঠক পড়তে পড়তে যদি সূর্যোদয় শুরু হয়ে যায়, এমতবস্থায় আমার করণীয় কী?
জাযাকাল্লাহ খাইরান।