হুজুর আসসালামু আলাইকুম । আমার দুইটা প্রশ্ন
১,অনেকে কাগজে(পেপার,পুরানা বই) খাতায় বাংলায়/আরবি তে কুরআনের আয়াত,নবী (স) এর নাম,হাদিস, আল্লাহর নাম লেখা থাকে।এখন এই লেখা গুলা বাংলা/আরবি/ইংরেজী যে ভাষাতেই হোক না কেন, লেখাগুলা যে কাগজে লেখা সেগুলা কি করব?শুধু আল্লাহ ও ইসলাম বিষয়ে যে লেখা টুকু আছে সেই অংশ টুকু ছিড়ে, কোথায় ফেলব? কি করব?
২,মাঝে মাঝে বাথরুমে থাকা অবস্থায়,অথবা অযু/নামায রত অবস্থায় অন্য মসজিদের/একামতের বলা নবী(স) এর নাম কানে আসে। এমন অবস্থায় কি দরূদ মনে মনে পরব?বাথরুমে থাকলে বিধান কি হবে? জাযাকাল্লাহ খাইরান