আসসালামু আলাইকুম
আমার ফুফা, ফুপি একটা বেসরকারি সুদি ব্যাংকে চাকরি করেন।।অর্থাৎ আমার আব্বুর নিজের বোন আরকি। তিনি মার্চ মাসে ওমরাহ হজে যাবেন তার সন্তান,,স্বামীকে নিয়ে।। আমার বাবার সামর্থ নেই যাওয়ার,,তাই আমার ফুপি চাচ্ছে আমার আব্বুকেও নিয়ে যেতে,,প্রশ্ন হচ্ছে
১. যেহুতু স্পষ্ট সুদি ব্যাংকে হারাম খাচ্ছেন তারা,,অন্য হালাল কোথাও চাকরি করছেন না শুধু ব্যাংক জব ই করছে ,,এতে কি তাদের ওমরাহ কবুল হবে??
২. আর আমার আব্বুকে তারা যেহেতু নিজেদের অর্থে নিয়ে যাচ্ছেন,, ,তাহলে কি আমার আব্বুর ওমরাহ কবুল হবে??
জাযাকাল্লাহু খাইরান