ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) রা'ফে ইয়াদাইন মুস্তাহাব কি না? তা নিয়ে মতপার্থক্য রয়েছে।
হানাফি মাজহাবমতে তাকবীরে তাহরিমা ব্যতিত সর্বাবস্থায় রা'ফে ইয়াদানই না করাই মুস্তাহাব। সুতরাং একাকী বাসায় নফল সালাত আদায়ের সময়ও রফাদায়ীন না করা মুস্তাহাব। এবং সর্বাবস্থায় বুকে হাত না বাধাই সুন্নত।
(২) হাদীসের রেফারেন্স দেন।কোথায় পেয়েছেন,কিভাবে পেয়েছেন, সেটা কমেন্টে জানাবেন।
(৩) কেউ যদি গুনাহ এর পথে অনেক দূর অগ্রসর হয়ে আল্লাহর ভয়ে ফিরে আসে, তবে সে সওয়াব প্রাপ্ত হবে।
তাওবাহ করলে আল্লাহ তাকে মাফ করে দিবেন।
(৪) সাহাবায়ে কেরাম এবং সলফে সলেহীনগণদের মধ্যে যারা সর্বাধিক সম্মানিত ও মর্যাদার অধিকারী( আল্লাহ এর নিকট) ছিলেন,জ্বী, তারা সকলেই আলিম ছিলেন। আলেম অর্থ এমন জ্ঞানী যারা আল্লাহকে ভয় করে।
(৫) তারা আল্লাহকে ভয় করার মতই ভয় করতো, সেজন্য তারা এমন স্থান অর্জন করেছে।