ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলে বান্দার হক পর্যন্ত মাফ করে দিতে পারেন।কেননা যাকে হত্যা করা হয়েছে তার বেঁচে থাকার হক্বকে ধংস করা হয়েছিলো।সুতরাং এটাও একটা বান্দার হক।
কিন্তু এর পরও আল্লাহ তা'আলা মাফ করে দিয়েছেন।এবং হক নষ্ট হয়ে যাওয়া উক্ত বান্দাদিগকে এমন পুরুস্কার দান করবেন যে, তারা আর তাদের হক সম্পর্কে কোনো প্রকার অভিযোগ দায়ের করবে না। বান্দার হক সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/641
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) কাউকে মনঃকষ্ট দেওয়ার পর তাকে বা তার কোনো ওয়ারিশকে খুঁজে না পেলে বা খুঁজে পাওয়ার কোন সম্ভাবনা না থাকলে ,শুধুমাত্র আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেই হবে।কেননা আপনি তো ঐ ব্যক্তির কাছে ক্ষমা চাওয়ার সর্বোচ্ছ চেষ্টা করেছেন।
(২)কেউ যদি গুগল থেকে কোন অশ্লীল ভিডিও দেখে তাহলে তার মাধ্যমে ওই অশ্লীল সাইটটির কতৃপক্ষ অর্থনৈতিক লাভবান হয়।আবার সেই অর্জিত লভ্যাংশ ব্যবহার করে নতুন ভিডিও বানায়। তারপর সেই ভিডিওটি হাজার হাজার মানুষ দেখে!যেভাবে সদকায়ে জারিয়া এর মাধ্যমে সওয়াব বৃদ্ধি পায় এখানে তেমন তো সেই ব্যক্তির পাপ বৃদ্ধি হতে পারে!
এখন এই ব্যক্তি যদি খাস দিলে আল্লাহর কাছে তাওবা করে, তাহলে এভাবে পাপ বৃদ্ধি হওয়া বন্ধ হবে।এমনকি আল্লাহ তাকে একেবারে ক্ষমা করেও দিতে পারেন।
(৩)কারো অর্থ আত্মসাতের পর তাকে বা তার কোনো ওয়ারিশ কে খুঁজে না পেলে বা পাওয়ার কোনো সম্ভাবনা না থাকলে, তার সেই সম্পদ সাদকা করে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে।