আসসালামু আলাইকুম।
১//নামাজের তাসবিহ
১। ফজরের নামাজের তাসবিহ
(হুয়াল হাইয়্যুল কাইয়্যুম।)-তিনি চির জীবিত ও
২। জোহরের নামাজের তাসবিহ
(হুয়াল আলিইয়্যাল আজীম)-তিনি শ্রেষ্ট্রতর অতি মহান
৩। আছরের নামাজের তাসবিহ
(হুওয়ার রাহমানুর রাহীম)-তিনি কৃপাময় ও করুনা নিধান।
৪। মাগরিবের নামায পড়ে পরিবার তাসবিহ
(হুওয়াল গাফুরুর রাহীম)- তিনি মার্জনাকারী ও করুণাময়।
৫। এশার নামায পড়ে পরিবার তাসবিহ
(হুয়াল লাতিফুল খাবীর)- তিনি পাক ও অতিশয় সতর্কশীল।
উপরের তাসবিহ গুলো পড়া কি সুন্নাহ সম্মত? কোনো রেফারেন্স আছে? এখনকার দুয়া বইতে এই তাসবিহ গুলো থাকে না। কিন্তু আগের দিনের বইতে ছিল। যদিও আগের অনেক বই আর দুয়া, নিয়ত বিদআত শুনি। এগুলো কি পড়া যাবে বা জরুরী?
২//শাওয়ালের ছয় রোজার নিয়ত
আমি এই শাওয়াল মাসে আগে ফরয ভাঙ্গা রোজা শেষ করেছি। তারপর শাওয়াল এর রোজা শুরু করলে 3টা হয়ে ভাঙ্গা পড়ে। যেহেতু নিয়ত ছিল মানে এইটা চিন্তা নিয়েই তো শুরু করেছি যে সম্ভব হলে 6তাই করবো। তাহলে কি এই রোজা কাযা আদায় করতে হবে যেহেতু নিয়ত করা ছিল?