হায়েজের শুরুতেও হলদে স্রাব আসে তারপর ধীরে ধীরে 1বা 2 দিন খয়েরী স্রাব আসে তারপর থেকে রক্ত শুরু যাওয়া,, হায়েজের শেষ দিকেও এমন লাল থেকে খয়েরী তারপর হলদে স্রাব যা টিসুতে চেক করলে হলুদ দেখায় আবার মিলিয়ে ফেললে সাদা দেখায় এ অবস্থায় 10 দিন নির্ধারণ করতে খুবই দ্বন্দে থাকি,,,কারণ সুস্থ অবস্থায় প্রায় প্রতিদিন না হলেও প্রায় হলদে এমন স্রাব আসে সাদাস্রাব ও আসে,,,এক্ষেত্রে আমি 10 দিন কীভাবে নির্ধারণ করবো,,,এবার ও 30জুলাই ফজর সালাতের জন্য উঠে হলদে রঙঈ একটু ভিন্ন মনে হয়েছিল ঠিক বুঝা যাচ্ছিল না,, তাই আমি নামাজ পড়ে ফেলেছি যোহরে ও হলদে এভাবে আছর ও শেষ করে মাগরিব টাইমে আমি কিছুটা খয়েরী দেখে নামাজ আর পড়িনি,,,এখন আমি সকাল থেকে হায়েজ ধরবো নাকি মাগরিব থেকে ধরে নিয়ে 10 দিন গুনবো,,?
আজ 9 তারিখ মাগরিবের সময় গোসল করে নামজ শুরু করলে কি সকাল থেকে আমার বাকি নামাজ কাজা করতে হবে?
বি.দ্র.:আমার হায়েজ প্রতিমাসে ঠিক ঠিক সময়েই হয়,,,,