بسم الله الرحمن الرحيم
জবাবঃ-
মেয়েদের জন্য মাথায় চুলের
খোপা বাধা জায়েয। কিন্তু মাথার উপর উটের কুজের মত উঁচু করে বাধা বৈধ নয়। কিন্তু পেছনে
ঘাড়ের কাছে ফেলে রাখতে কোন সমস্যা নেই-যাতে উঁচু দেখাবে না।
আবূ হুরায়রা রাযি,
কর্তৃক বর্ণিত,
রাসূল সা. বলেছেন,
ﻋﻦ
ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ ﻗﺎﻝ ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺻﻨﻔﺎﻥ ﻣﻦ ﺃﻫﻞ ﺍﻟﻨﺎﺭ ﻟﻢ ﺃﺭﻫﻤﺎ ﺑﻌﺪ
: ﺭﺟﺎﻝ ﻣﻌﻬﻢ ﺳﻴﺎﻁ ﻛﺄﺫﻧﺎﺏ ﺍﻟﺒﻘﺮ ﻳﻀﺮﺑﻮﻥ ﺑﻬﺎ ﺍﻟﻨﺎﺱ ، ﻭﻧﺴﺎﺀ ﻛﺎﺳﻴﺎﺕ ﻋﺎﻳﺎﺕ ﻣﺎﺋﻼﺕ ﻣﻤﻴﻼﺕ
ﻋﻠﻰ ﺭﺅﻭﺳﻬﻦ ﻛﺄﺳﻨﻤﺔ ﺍﻟﺒﺨﺖ ﺍﻟﻤﺎﺋﻠﺔ ، ﻻ ﻳﺪﺧﻠﻦ ﺍﻟﺠﻨﺔ ﻭﻻ ﻳﺠﺪ ﺭﻳﺤﻬﺎ ، ﻭﺇﻥ ﺭﻳﺤﻬﺎ ﻟﻴﻮﺟﺪ ﻣﻦ
ﻣﺴﻴﺮﺓ ﻛﺬﺍ ﻭﻛﺬﺍ
”জাহান্নামবাসীর দুটি দল থাকবে।
যাদেরকে এখন পর্যন্ত আমি দেখিনি। একদল এমন লোক যাদের হাতে গরুর লেজের মত লাঠি থাকবে
যা দিয়ে তারা লোকদেরকে প্রহার করবে।(ন্যায়-অন্যায়ের ধার ধারবে না) “আর অন্য দল এমন
নারী যারা পোশাক পরেও উলঙ্গ থাকে।তারা অন্যদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করবে এবং নিজেরাও
অন্যদের প্রতি ঝুঁকবে। তাদের মস্তক উটের পিঠের কুঁজের মত হবে। তারা জান্নাতে প্রবেশ
করবে না। এমনকি জান্নাতের ঘ্রাণও তারা পাবে না। অথচ এর ঘ্রাণ এত এত দূর থেকেও পাওয়া
যায়।” [সহীহ মুসলিম : ২১২৮]
উক্ত ঙহাদীসের ব্যাখ্যায় ইমাম নববী রাহ,লিখেন,
ومعنى
رؤوسهن كَأَسْنِمَةِ الْبُخْتِ أَنْ يُكَبِّرْنَهَا وَيُعَظِّمْنَهَا بِلَفِّ
عِمَامَةٍ أو عصابة أونحوها
উটের পিঠের কুঁজের মত মস্তক হওয়ার অর্থ হল,তারা পাগড়ী বা এ জাতীয় কিছু বেঁধে মাথাকে উচু ও বড় করবে।
[আল-মিনহাজ্ব14/110]
তাফসীরে রুহুল মা'আনীতে বর্ণিত রয়েছে,
رؤوسهن
كَأَسْنِمَةِ الْبُخْت يعنى يعظمن رؤسهن بالخمر والقلنسوة حتى تشبه اسمة البخت ،
روح المعانى ٢/٣٤ وفي موضع اخر او معناه ينظرن الى الرجال برفع رؤسهن (المائلة)لان
اعلى السنام يميل لكثرة شحمه
চাদর বা টুপির দ্বারা তারা তাদের মাথাকে উচু ও বড়
করবে,যা শেষ পর্যন্ত
উটের পিঠের কুঁজের ন্যায় ধারণ করবে। (রুহুল মা'আনী;২/৩৪)
উক্ত কিতাবের অন্যত্র বর্ণিত
রয়েছে, অথবা
এর অর্থ হল, "যারা উটের পিঠের কুঁজের মত মাথা উচু করে পুরুষের দিকে তাকাবে।"যা
পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করতে সাহায্য করে।কেননা কুঁজ চর্বিসম্পন্ন হওয়ার কারণে তার
দিকে সহজেই লোকজন আকৃষ্ট হয়।রুহুল মা'আনী;৬/১০৫
★★প্রিয়
প্রশ্নকারী দ্বীনি ভাই / বোন!
প্রশ্নেল্লিখিত ছুরতে নিজ বাসা/ বাড়িতে
মাহরামের সামনে মাথার উপর উটের কুজের মত উঁচু করে চুল বাধা বৈধ হওয়ার ব্যাপারে অনেক উলামায়ে কেরাম মতামত দিয়ে থাকেন। কারণ,
পর পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করার বিষয়টি এখানে বিদ্যমান নেই।
তথাপি উটের কুজের মত উঁচু করে চুল বাধা তথাকথিত
মর্ডান ও ফাসেকা নারীদের বৈশিষ্ট। সুতরাং উত্তম ইহাই যে, উক্ত পদ্ধতিতে চুল বাধা পরিহার
করবেন যাতে তাদের সাথে সাদৃশ্যতা পাওয়া না যায়।