আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
উড়ুর দিকে মানে প্রাইভেট পার্টের ওখানে ফাংগাল ইনফেকশন হয়েছিলো। বাংলায় যেটাকে চর্মরোগ জনিত সমস্যা বলে। চুলকানি হতো অনেক । এখনো হয়। চুলকানি বেশি হওয়ায় ওই জায়গাটায় গুটিগুটি মতোন হয়ে, পানি লাগলে জ্বালাপোড়া হয়। আগে কম ছিলো। নাভীর উপরের অংশটায় ছিলো না। এখন নাভীর উপরেও ৷ ১ মাসের উপর হয়েছে অনেকদিন আগেই। এখন নাভীর উপরের লোমগুলো ফেলবো -কিন্তু, ওখানে চর্মরোগ জনিত কারণে এমন জ্বালাপোড়া হয়, আমার ভয় লাগছে কোন রেজার টাচ করতে !! কিন্তু ৪০ দিন হয়ে গেসে। ৪০ দিন পর তো পরিষ্কার না হলে গুনাহ হতে থাকবে।
এমতাবস্থায় এই ইনফেকশন এর জায়গায় রেজার লাগাতে ভয় পাচ্ছি আমি।
কি করব এখন? করণীয় কি.?