জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
পূর্বের ফতোয়াতে উল্লেখ রয়েছে যে ছহীহ হাদীস দ্বারা প্রমানীত যে রাসুল সাঃ তার স্ত্রীদের মধ্য হতে শুধু হাফসা রাঃ কে তালাক দিয়েছিলেন।
পরবর্তীতে তাকে আবার ফিরিয়ে নিয়েছিলেন।
,
অন্য কোনো স্ত্রীকে তালাক দেওয়ার কথা ছহীহ হাদীস দ্বারা প্রমানিত নয়।
,
জামিয়া বিন নুরি পাকিস্তানের 143909201352 নং ফতোয়া দ্রষ্টব্য।
আবু দাউদ শরীফের ২২৭৭ নং
হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا سَهْلُ بْنُ مُحَمَّدِ بْنِ الزُّبَيْرِ الْعَسْكَرِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، عَنْ صَالِحِ بْنِ صَالِحٍ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم طَلَّقَ حَفْصَةَ ثُمَّ رَاجَعَهَا .
সাহল ইবন মুহাম্মদ ইবন যুবায়র আসকারী .......... ইবন আববাস (রাঃ) ও উমার (রাঃ) হতে বর্ণনা করেছেন যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হা্ফসা (রাঃ) কে তালাক প্রদান করেন। এরপর তিনি তাঁকে পুনরায় স্বীয় স্ত্রী হিসাবে গ্রহণ করেন।
তাহক্বীকঃ সহীহ। ইবন মাজাহ ২০১৬,আবূ দাউদ ২২৮৩, দারেমী ২২৬৪, ইরওয়া ২০৭৭।
,
★প্রশ্নে উল্লেখিত কাইলাহ বিনতে কাইস যে রাসুল সাঃ এর স্ত্রী ছিলেন,এটি নির্ভরযোগ্য তথ্যনুসারে প্রমানীত নয়।
,
সুতরাং তাকে তালাক দেওয়ার প্রশ্নই উঠেনা।