হুযুর এখানে বলা "তবে স্পষ্ট সাদা কালারের কিছু বের হলে সেটাকে হায়েজ বলা যাবেনা।
(ফাতাওয়ায়ে হক্কানিয়াহ ২/৮৩৩)"
এটা কি টিস্যুতে নিয়ে শুধু দেখলেই হবে?আমার তো টিস্যুতে নিয়ে দেখলে সাদাই মনে হয় কিন্তু শুকালে হলুদ বর্ণ দেখা যায়।
আমি কোনটাকে ধরব?সাথেসাথে দেখলে যে সাদা দেখা যায় সেটা নাকি শুকানোর পর যে হলুদ দেখায় সেটা ধরে ইস্তিহাযা ধরব?
বার বার একি রকম প্রশ্ন করে আমি লজ্জিত।কিন্তু এগুলোর কারনে এত মানসিক অশান্তিতে থাকি। আমার নিজেকে খুব খুব ছোটো মনে হয়।ইবাদাত নিয়ে খুব সন্দেহে ভুগি
মেহেরবানি করে উত্তর দিয়েন বা কোন নসিহা থাকলে দিন।এগুলা পরামর্শ চাওয়ার মত আর কোন জায়গা নাই।