আসসালামু আলাইকুম।
আমি অনেক আগে অনলাইনে বিজনেস করতাম। কিন্তু তখন ব্যবসার মূলধন হারাম ছিলো। তবে আমি হাতের কাজের জিনিস নিয়ে ব্যবসা করতাম, নিজের হাতেই সব প্রোডাক্ট বানাতাম। এখন আমি আবার নতুন করে সব কিছু শুরু করতে চাচ্ছি, হালাল পুঁজি দিয়ে, আবার নতুন করে পেইজ খুলে।
এখন আমার প্রশ্ন হচ্ছে যে, যখন আমার ব্যবসার মূলধন হারাম ছিলো, তখন আমি যে যে ডিজাইনের জিনিসগুলো বানিয়ে বিক্রি করেছি, সেই একই ডিজাইনের জিনিস কি এখন বানিয়ে বিক্রি করতে পারবো? আগের বানানো সে জিনিসগুলোর জনপ্রিয়তা বেশি ছিলো, তাই আমি Sure যে আবার ঐ একই ডিজাইনের জিনিস বানিয়ে সেল করলে বিক্রি বেশি হবে এবং পেইজের রিচও বেশি হবে।
এখন কী এটা আমার জন্য জায়েজ হবে যে আমি আগের ডিজাইনগুলোই আবার বানিয়ে বিক্রি করবো নতুন পেইজ তাড়াতাড়ি গ্রো করার জন্য? নাকি আগের বানানো সব ডিজাইন বাদ দিয়ে নতুন ডিজাইনের জিনিস বানিয়ে বিক্রি করবো যেহেতু আগের মূলধন হারাম ছিলো....