আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ শায়েখ।
শায়েখ, আমি প্রায়ই স্বপ্নে দেখি যে আমি অপরিচিত রাস্তা দিয়ে কোথায় যেন যাচ্ছি। বেশিরভাগ সময় স্বপ্নে আমার সাথে আমার মা থাকেন। আমি আম্মুর সাথে রিকশায় বা হেটে বা বিভিন্ন ভাবে অনেক অপরিচিত জায়গায় যাই।
কখনো দেখেছি, হিন্দুদের বাড়িতে গেছি, কখনো দেখে অপরিচিত জায়গায় যেতে যেতে হঠাৎ এক এক বাড়ি, সেখানকার মানুষজনের জীবন যাত্রা একটু আলাদা সবার চাইতে, আর কি সব যেন বিক্রি করছিল তারা, আমি কিছু কিনেছিও হয়তো এমন দেখেছি।
বা কখনো দেখি যে আম্মুর সাথে রিকশায় কোথায় যেন যাচ্ছি আর যাচ্ছি, বা হাটছি তো হাটছি...
শায়েখ, এরকম এতো বেশি পরিমাণে অপরিচিত রাস্তা, বাড়িঘর দেখার কারণ বা ব্যখ্যা কি হতে পারে?
জাজাকুমুল্লাহ খইরন।