https://www.ifatwa.info/17792/ নং ফাতাওয়াতে আমরা বলেছি যে,
শরীয়তের বিধান হলো বিবাহের পরদিন (বাসর রাত পর) পাত্রের পক্ষ থেকে ওলিমা করা সুন্নাত।
,
রাসুলুল্লাহ (সা.) নিজে ওলিমা করেছেন এবং সাহাবিদের করতে বলেছেন।
রাসুলুল্লাহ (সা.) জয়নব বিনতে জাহাশ (রা.)-কে বিয়ে করার পরদিন ওলিমা করেছিলেন।
(বুখারি, হাদিস নম্বর-৫১৭০)
হজরত আনাস (রা.) বলেন, নবী (সা.) আবদুর রহমান ইবনে আওফের গায়ে হলুদ রঙের চিহ্ন দেখে জিজ্ঞেস করলেন, এটা কী? তিনি বললেন, আমি এক খেজুর আঁটির ওজন স্বর্ণ দিয়ে একজন মহিলাকে বিবাহ করেছি। রাসুল (সা.) বললেন, ‘আল্লাহ তোমার বিবাহে বরকত দান করুক। একটি ছাগল দ্বারা হলেও তুমি ওলিমা করো।’ (বুখারি: ৫১৫৫; মুসলিম ও মিশকাত, হাদিস নম্বর-৩২১০)।
,
মেয়ে পক্ষ থেকে কোনো ওলিমা নেই।
হ্যাঁ, তারা যদি কোনো চাপে নয়,বরং সন্তুষ্টি চিত্তে শরয়ী সীমারেখার আওতায় থেকে দাওয়াতের আয়োজন করে,তাহলে তাহা জায়েজ আছে।
(কিতাবুন নাওয়াজেল ৮/২৭৫)
বিস্তারিত জানুনঃ https://ifatwa.info/8138 /
আরো জানুন- https://ifatwa.info/4202/
★ সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই,
যদি কনে পক্ষ যদি কাহারো চাপে পরে নয়, বরং এমনিতেই সন্তুষ্টি চিত্তে মেয়ের বাড়ীতেই বা কমিউনিটি সেন্টারে বরযাত্রীদের জন্য দাওয়াতের আয়োজন করে, তাহলে বরযাত্রীরা পর্দা মেইনটেইনের শর্তের ভিত্তিতে সেই দাওয়াতে যেতে পারবে ।
এতে কোনো সমস্যা নেই। তবে যদি মেয়ে পক্ষকে চাপ প্রয়োগ করে (যা আমাদের সমাজে সাধারণত হয়ে থাকে) বেশী লোকের দাওয়াতের আয়োজন করা হয় তাহলে এটি জায়েজ হবেনা।
★ প্রশ্নে উল্লেখিত ছুরতে মেয়ের বাবা যদি কোন সামাজিক প্রথার কারণে নয় এবং কারো চাপেও নয় বরং নিজে সন্তুষ্টি চিত্তেই যদি বর যাত্রীদের জন্য খাবারের আয়োজন করে, সেক্ষেত্রে আপনি বর যাত্রীদের সেখানে নিয়ে যেতে পারবেন।
এক্ষেত্রে তারা যদি কোন সংখ্যা বলে দেয়, সেক্ষেত্রে সেই সংখ্যা থেকে বেশি নিয়ে যাওয়া কোনক্রমেই বৈধ হবে না।
এমতাবস্থায় আপনার পরিবার যদি চাপ দেয় যে তাদের বলে দেওয়া সংখ্যা থেকে বেশি নিয়ে যেতে হবেই, সেক্ষেত্রেও বেশি নিয়ে যাওয়ার কোন বৈধতা নেই।
(একটি ছুরত অবলম্বন করা যায় তা হল মেয়ের বাবার সাথে আলোচনা করে তারা রাজী হলে আপনার সাথে যত বরযাত্রী যাবে,তাদের পক্ষ হতে তাদের খাবারের টাকা বাজার করার আগেই মেয়ের বাবাকে দিয়ে দিবেন।
এমতাবস্থায় আপনি যে কয়জনের খাবারের টাকা মেয়ের বাবাকে দিবেন,সে কয়জনকে নিয়ে যেতে পারবেন।)