শরীয়তের বিধান হলো জামাত ছাড়া একাকী জুম'আ এবং ঈদের সালাত আদায় করা যায় না।
হাদীস শরীফে এসেছেঃ
عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: الْجُمُعَةُ حَقٌّ وَاجِبٌ عَلى كُلِّ مُسْلِمٍ فِي جَمَاعَةٍ إِلَّا عَلى أَرْبَعَةٍ: عَبْدٍ مَمْلُوكٍ أَوِ امْرَأَةٍ أَوْ صَبِيٍّ أَوْ مَرِيْضٍ.
ত্বারিক্ব ইবনু শিহাব (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ জুমু‘আর সলাত (সালাত/নামায/নামাজ) অপরিহার্য ও বাধ্যতামূলক। জুমু‘আর সলাত (সালাত/নামায/নামাজ) চার ব্যক্তি ছাড়া প্রত্যেক মুসলিমের ওপর জামা‘আতের সাথে আদায় করা ওয়াজিব। ওই চার ব্যক্তি হলো (১) গোলাম যে কারো মালিকানায় আছে, (২) নারী, (৩) বাচ্চা, (৪) রুগ্ন ব্যক্তি।
সহীহ : আবূ দাঊদ ১০৬৭, মুসতাদরাক লিল হাকিম ১০৬২, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৫৫৭৮, সহীহ আল জামি‘ ৩১১১।
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনারা মসজিদ ছাড়া ঘরে জুম'আর নামাজ জামা'আতের সহিত পড়তে পারবেন, যদি নিম্নোক্ত শর্তগুলো পাওয়া যায়।
শর্তগুলো হচ্ছে ইমাম ছাড়া কমপক্ষে তিন জন প্রাপ্তবয়স্ক পুরুষ থাকতে হবে। বড় ঘরের বৈঠক খানায় অথবা বাড়ির ছাদে বা উঠানে অথবা যে কোনো খোলা জায়গায় জুম'আর নামাজ আদায় করা যাবে,যেখানে অন্যান্যরাও আসতে পারে। ।
তথা জুমার নামাজে ‘ইজনে আম’ (নামাজের সময় যেখানে নামাজ পড়া হবে, সেখানে যে কোনো মুসলমানের প্রবেশাধিকার থাকা) এর শর্ত প্রযোজ্য হবে।
জুমার নামাজে খুতবার দেওয়া ওয়াজিব। অর্থাৎ খুতবা দেওয়ার যোগ্যতা সম্পন্ন কেউ থাকতে হবে।
,
খুতবার গুরুত্ব ও বিধিবিধানখুতবার শাব্দিক অর্থ বক্তৃতা বা বক্তব্য দেওয়া। ইসলামি শরিয়তের পরিভাষায় খুতবা বলা হয় এমন বক্তৃতা, যাতে আল্লাহর প্রশংসা, তার একত্ববাদের ঘোষণা, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি দরুদ এবং উপস্থিত সাধারণের প্রতি উপদেশ বিদ্যমান থাকে।
ইমাম আবু হানীফা রহ. এর মতে ১ বার সুবহানআল্লাহ পরিমাণ খুতবা দেওয়াই যথেষ্ট। কিন্তু সাহেবাইনের মতে খুতবা দীর্ঘ হওয়া এবং তা আল্লাহ তালার প্রশংসা, রাসূল সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম উপর দরুদ, ও পবিত্র কোরানের তেলাওয়াত, মুসলমানদের প্রতি উপদেশ এবং নিজের জন্যও সমস্ত মুসলমানদের জন্যে ক্ষমা প্রার্থনা সম্বলিত হওয়া ফরজ। আবু হানীফা রহ. এর মতে খুতবার জন্য এসকল বিষয় (ফরজ নয় বরং) সুন্নত। এগুলো ছেড়ে দেওয়া মাকরুহ।
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
পূর্বের প্রশ্নে মূলত তাদেরকে জুমার নামাজ তাদের অফিসের কোন এক খোলা জায়গায় যেখানে সর্বসাধারণের উক্ত জামাতে অংশগ্রহণের সুযোগ থাকবে সেখানে জুমার নামাজ আদায় করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
সেক্ষেত্রে তাদের সাথে জুম'আর নামাজে নামাজ পড়ানোর মতো এবং খুতবা দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তিও থাকতে হবে।