আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
424 views
in সালাত(Prayer) by (25 points)
নবদম্পতির জন্য বাসর ঘরে প্রবেশের পর এক সাথে ২ রাকাত নামায পড়তে হয় বলে আলিমদের কাছে শুনেছি।  প্রশ্ন হলঃ
১) বাসর ঘরের নামায কি স্বামী-স্ত্রী জামাতে পড়বে নাকি আলাদা আলাদা?

২) যদি জামাতে পড়ে এবং ঘর ছোট হবার কারণে দুইজন সম্পূর্ণ পৃথক দুই কাতারে দাঁড়াতে না পারে, তাহলে কী করণীয়?

1 Answer

0 votes
by (717,920 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
জামাতে নফল নামায পড়া সম্পর্কে ইবনে তাইমিয়াহ রাহ বলেন,
" صلاة التطوع في جماعة نوعان : أحدهما : ما تسن له الجماعة الراتبة كالكسوف والاستسقاء وقيام رمضان , فهذا يفعل في الجماعة دائما كما مضت به السنة . الثاني : ما لا تسن له الجماعة الراتبة كقيام الليل , والسنن الرواتب , وصلاة الضحى , وتحية المسجد ونحو ذلك . فهذا إذا فعل جماعة أحيانا جاز . وأما الجماعة الراتبة في ذلك فغير مشروعة بل بدعة مكروهة
নফল নামায জামাতে দুই প্রকার।(এক)যে সব নফল নামাযের ক্ষেত্রে জামাত সুন্নত।যেমন,কুসুফের নামায,ইস্তেসকার নামায,তারাবিহর নামায।এ সমস্ত নামায জামাতের সাথে পড়া যাবে।এতে কেনো সন্দেহ নাই।(দুই)যে সমস্ত নফল নামাযের বেলায় জামাত প্রচলিত নয়,যেমন,তাহাজ্জুদের নামায,নামাযের সুন্নতসমূহ,দুহার নামায,তাহিয়্যাতুল মসজিদ ইত্যাদি।এসমস্ত নামাযজের জন্য যেহেতু জামাত প্রচলিত ছিল না,তাই এগুলোকে জামাতের সাথে পড়া যাবে না।তবে মাঝেমধ্যে সর্বোচ্ছ ৪জন মিলে এ সকল নামায জামাতের সাথে পড়া যাবে।নিয়মিত পড়া মাকরুহ ও বিদ'আত হবে।(মাজমুউল  ফাতাওয়া-২৩/৪১৪)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!

(১)বাসর ঘরের নামায স্বামী-স্ত্রী আলাদা আলাদা পড়বে।

(২)যদি জামাতে পড়েন,তাহলে দুনুজন এক কাতারে দাড়াবেন।চায় পিছনে জায়গা থাকুক বা না থাকুক।তবে ইমাম সাহেব অর্ধ হাত এগিয়ে থাকবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...