আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
67 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (25 points)
edited by

https://ifatwa.info/117553/,প্রশ্ন,হুজুর আমি তো আমার দুলাভাই এর অফিসে জব করি তো আগে এইভাবে যতই অনুপস্থিত হয়েছি বা হয়েছে সেইটা কম হোক বা বেশী হোক অনুপস্থিত হয়েছি অসুস্ততার জন্য বা কখনো হয়ত ইচ্চা করে অফিসে আসি নাই এমনও তো ওনি(দুলাভাই) তো চাইলে আমাকে বেতন কিছু কম দিতে পারতেন যেই দিন যেই দিন আমি অফিসে অনুপস্থিত ছিলাম বা অফিসে আসি নাই হোক সেইটা মাসে বা কয়েক মাসে কিছু বার অনুপস্থিত হয় না কেনো অফিসে কিন্তু আমাকে পুরা বেতনি দিয়েছেন এমন কোন condition বলে নাই যে অফিসে না আসলে বা অনুপস্থিত হলে বা অফিস এর ছুটির সময় এর আগে বাসায় back করলে তার জন্য টাকা কেটে নিবো মনে করেন বলসে তাও আমাকে পুরো টাকায় তো দিয়েছে যেহেতু আমার দুলাভাই আমার আত্নীয় তাই হয়ত আর যদি আদো এমন কিছু বলে থাকে কিন্ত আমার এখন মনে আস্তাছে না তাই আমি নিশ্চিত ভাবে এমন কিছু বলছে কিনা বলতে পারতাছিনা বা বলা কিছুটা tough কিন্ত বস/boss এর তো মনে থাকবে যদি এমন কোন কিছু বলে থাকেন বা নিয়ম করে থাকেন সে ক্ষেত্রে তো ওনি কম টাকা ওই দিন গুলার দিতে পারবেন বা ওই অনুপস্থিত দিন গুলার বেতন কেটে নিতে পারবেন। এবং হয়ত অন্য কোন প্রতিষ্ঠান বা অফিসে টাকা কেটে নিতো এইভাবে বা যেইকারনেই অনুপস্থিত হওয়ায় কিন্ত আমি আগে যত বার এমন অনুপস্থিত ছিলাম মিথ্যা কথা বলে ওনি তো আর জানতেন বা বুজতেন না যে মিথ্যা বলে আমি অনুপস্থিত ওনি মানে আমার দুলাভাই হয়ত কখনো জানতেন বা বুজতেন আসলেই এমন কারন যেইটা তখন বলতাম মিথ্যা অযুহাত দিয়ে তাই তো আমাকে বেতন পুরো টায় দিতো এবং বেতন থেকে কোন টাকা ও কাটতো না। তো এইভাবে মিথ্যা বলে অফিসে অনুপস্থিত হওয়া এবং মিথ্যা কথা বলে যদি আগে আগে বাসায় আসি অফিস থেকে এইসব আমি বুজি ও জানি যে গুনাহ কিন্তু আমার এই ক্ষেত্রে বেতন এর টাকা নেওয়া কি জায়েজি আছে ? 

যদি হুজুর বেতন কম দেওয়া বা আমার অনুপস্থিত এর জন্য বেতন কেটে নেওয়া এইটা ওনি করতে পারতেন কিন্ত এমন তো করেন না বা করেন নাই কখনো আমি যতটুকু মনে আছে ওই হিসাবে বলার চেষ্টা করছি এইখানে

আমি আমার বন্দু ওর ডাকনাম হোসেন বলে আমরা ঢাকি ওই ও জব করে cosmicবিদেশি অফিস এইটা Japanese(আমার বন্দু বলছে এবং আমার বন্দুর বেতন বা per day ইনকাম ব্যাপারে টুকটাক জানি এইসব উস্তাদ ওর সাথে কথা বলেই ওর থেকেই জানছি আরো আগে) তো আজকে ওকে(বন্দুকে) জিজ্ঞাসা করছি অফিসে অনুপস্থিত বা গ্যাপ এর বিষয় এ তো আমার বন্দু বলছে যে,না বলে absent করলে minus করে টাকা বলে ছুটি নিলে করে না পরে বিষয় টা বুজাতে বললে আমার বন্দু বলে যে ek din absent korle.2k tk nai,ar unader janai absent korle shob thakbo (টাকা)।কিন্ত আমি যদি মিথ্যা হোক বা সত্যি অযুহাত দিয়ে অনুপস্থিত হয় বা না জানাইয়া absent করি আমার বেতন মাইনাস করবে না বা বেতন থেকে কিছু টাকা যে কেটে নিবে এমন কিছু ও করবে না সহজ ভাবে বলতে উস্তাদ এখন পর্যন্ত আমি যতটুকু মনে আছে ওই অনুযায়ী বলি তা হচ্ছে এখন পর্যন্ত মিথ্যা অযুহাত দিয়ে বা না জানাইয়া absent করলে অফিস বা অফিস এর প্রতিদিন যেমন ছুটির সময় থাকে যে এমন সময় পর্যন্ত অফিস আমি তার আগে ও কত বার বাসায় কাজ কম বা ইত্যাদি যেই কারনেই আগে বাসায় back করছি তার জন্য আমাকে অনুমতি বা ইত্যাদি এমন কিছু বস থেকে নিতে হয় নাই অনেকটাই আমার মন অনুযায়ী আরকি আরো আমার যেহেতু দুলাভাই তাই হয়ত আমি এত comfortable জব এর এইসব বিষয় ও কিন্ত যদি কাজ থাকে এবং আর যদি এখন পর্যন্ত কখনো টাকা আমার অনুপস্থিত বা আগে আগে বাসায় যে আমি back করি অফিস এর ছুটির সময় এর আগে ইত্যাদি এইসব কোন কারনে টাকা হয়ত minus করেছে বা কেটেছে বেতন থেকে টাকা কিন্ত আমার এখন মনে আসতাছে না ঠিক ভাবে তা যদি এমন টাকা minus করে ও থাকে এইখানে মনে হয় না আমার কিছু বলার আছে বা আদো বলছি কারন বস এ পারবে আমার মিথ্যা অযুহাত দিয়ে অনুপস্থিত এর জন্য বা অফিস সময় এর আগে বাসায় back করা ইত্যাদি এইসব এর জন্য টাকা minus করে নেওয়া বা বেতন কম দেওয়া যদি কখনো এমন করে ও থাকে কিন্ত বল্লামি আমার ঠিক মনে আসতাছে না তা। এবং আরো বলি তা হচ্ছে আমার দুলাভাই মানে আমার বস ও যখন অফিসে থাকে বা অফিসে আসে নাই এখনো কিন্তু call করে বা whatsapp এর ইনবক্সে এ বা whatsapp এর মধ্যে অফিস এর যেই গ্রুপ আছে আমাদের অফিস এর নামে ওইখানে ভয়েস বা মেসেজ এর মাধ্যমে বলে দেই কাজ আছে ইত্যাদি তখন তো আমাকে কাজ করেই বা যতটুকু করতে পারি কাজ বা যতটুকু করার কাজ করেই এর পরে  বাসায় আমাকে যেতে হবে বা আমি back করতে পারবো বাসায় তো এমন কম বেশি হয়েছে প্রায় সময় বা sometime sometime বা মাঝে মাঝে সবসময় তো কাজ এর পরিমাণ বেশি হবে না বা কাজ এর চাপ বা পরিমাণ কাজ এর বেশি  হয় না তাইনাআর আমার দুলাভাই প্রায় প্রতিদিনি অফিসে আবার কখনো কখনো আসলে ও কম সময় থাকেন অফিসে বাসায় ও কম্পিউটার আছে ওনি বাসায় বসে ও কাজ করে যদি অফিসে না আসে বাসায় থাকে আর কাজ ও থাকে বা কাজ ও আছে তাহলে আর বাসায় তো প্রতিদিনি প্রায় বলবো কাজ করে বেশি রাত হোক বা দিন এর সময় হোক তো এইটা হচ্ছে ওনার ব্যাপার অফিসে প্রতিদিন না আসলে বা আসলে কম  সময় অফিসে থাকা বা সকালে না আসলে দুপুরে নামাজ এর পরে বা বিকালে আসে ইত্যাদি এইসব তো আমার দেখে লাভ নাই তাইনা তাও এইখানে এই কথাগুলা উল্লেখ করেছি তো কথা হচ্ছে আমাকে কল করে হোক বা যেইভাবে বলার কাজ এর ব্যাপারে সেইটা আমাকে বলা এবং কাজ এর ব্যাপারে জানতে পারা দিয়ে কথা যে আমার এই কাজ আছে বা আমাকে এই কাজ করতে হবে বা এই কাজ অফিস এর করতে বলছে এমন তাইনা। আশা করি আমি বিষয় টা কিছু হলে ও বুজাতে পেরেছি।

// আরো ওস্তাদ আগে যেহেতু অনেক সময় অফিসে আমি মিথ্যা বলে অনুপস্থিত ছিলাম তো আমার যদি বেতন উপরের প্রশ্নের জবাবে আপনি উত্তর দিলেন যে জায়েজ আছে এমতাবস্থায় আমি মনের শান্তির জন্য যদি কিছু টাকা সদকাহ করি কেমন টাকা সদকাহ কর‍তে হবে? বা কেমন টাকা সদকাহ করতে পারবো।

কারন অফিস এ অনুপস্থিত হলে যে এত টাকা কাটবে অফিস থেকে এইরকম কিছু কখনো আমার সাথে হয় না যে মনে করেন যদি কোন employee ১ দিন অফিসে না আসে তার কিছুটাকা কাটা হবে যেমন:৫০০ টাকা হবে এমন কিছুই কখনো হয় নাই আমার সাথে অফিসে যদি মিথ্যা কথা বলে হোক বা সত্যি কথা বলেই হোক যখনি আমি অনুপস্থিত ছিলাম বা আগে আগে অফিস টাইম ছুটির আগে বা অফিস টাইম শেষ হওয়ার আগে বাসায় back করছি তার জন্য কখনো এইসব এ টাকা কেটে নেয় নাই এবং যদি আমার টাকার প্রয়োজন হয় তাহলে অগ্রিম কিছু টাকা নি পরের মাসের বেতন থেকে সেইটা হয়ত পরের মাস এর বেতন যখন দিবে তখন কেটে নেয় বা নিবে এমন হয়েছে ঠিকি কম হোক বা বেশি। আর আমার বেতন জানুয়ারি মাস বা ফেব্রুয়ারি পর্যন্ত বেতন ছিলো ৮০০০টাকা এর পরে ফেব্রুয়ারি থেকে হবে হয়ত ১০০০০টাকা করে দেই বেতন। অফিস এর বাকিদের ও বেতন বাড়ায়ছে।

জবাব টা তাড়াতাড়ি দিলে চিন্তা কমবে এই নিয়ে আশা করি।

1 Answer

0 votes
by (644,040 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেনঃ
ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍْ ﻻَ ﺗَﺄْﻛُﻠُﻮﺍْ ﺃَﻣْﻮَﺍﻟَﻜُﻢْ ﺑَﻴْﻨَﻜُﻢْ ﺑِﺎﻟْﺒَﺎﻃِﻞِ ﺇِﻻَّ ﺃَﻥ ﺗَﻜُﻮﻥَ ﺗِﺠَﺎﺭَﺓً ﻋَﻦ ﺗَﺮَﺍﺽٍ ﻣِّﻨﻜُﻢْ ﻭَﻻَ ﺗَﻘْﺘُﻠُﻮﺍْ ﺃَﻧﻔُﺴَﻜُﻢْ ﺇِﻥَّ ﺍﻟﻠّﻪَ ﻛَﺎﻥَ ﺑِﻜُﻢْ ﺭَﺣِﻴﻤًﺎ
তরজমাঃ-হে ঈমানদারগণ! তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ। আর তোমরা নিজেদের কাউকে হত্যা করো না। নিঃসন্দেহে আল্লাহ তা’আলা তোমাদের প্রতি দয়ালু।(সূরা নিসা(২৯)

এবং হযরত ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত,
عن ابن عباس قال;قال رسول اللّٰه صلى اللّٰه عليه و سلم 
  " ﻻ ﻳﺤﻞ ﻣﺎﻝ ﺍﻣﺮﺉ ﻣﺴﻠﻢ ﺇﻻ ﺑﻄﻴﺐ ﻧﻔﺲ ﻣﻨﻪ "
নবী কারীম সাঃ বলেনঃ"কোন মুসলমানের জন্য  অন্য কোনো মুসলমানের মাল তার অন্তরের সন্তুষ্টি ব্যতীত হালাল হবে না।(তালখিসুল হাবীর-১২৪৯) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1364

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
অফিসের বস বা মালিক যেহেতু আপনার দুলাভাই। তিনি যেহেতু আপনার অনুপস্থিতির বেতন কর্তন করছেন না, বরং স্বেচ্ছায় আপনাকে পরিপূর্ণ মাসের বেতন দিচ্ছেন, তাই আপনার জন্য বেতন হালাল হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...