হুজুর একদিন আমি স্ত্রির সাথে ঝগড়া করার সময়ে বলি যে আমি এমন আচরনই করব তোমার সাথে, তুমি থাকলে থাকো নাহলে আমাকে বলো আমি ব্যবস্থা করি,মুখে বলেছি রাগ করে কিন্তু তালাকের নিয়্ত ছিল না,পরে সে কিছু বলেনি,,,অনেকক্ষন পরে সে রাগ করে বলে আমার জন্য অন্য পাত্র দেখেন,আমি বলেছি আমি তোমাকে কখনোই ছেড়ে দিব না,,,সে বলে অন্য জায়গায় বিয়ে করা কোনভাবেই সম্ভব না।আমি ও আমার স্ত্রি একজন আরেকজনকে ছাড়া জীবন কল্পনা ও করতে পারিনা,,এবং কোন অবস্থাতেই কেউ কাউকে ছাড়তে চাইনা মন থেকে।আমি জ্বিনের সমস্যায় আক্রান্ত এবং এখনো চিকি?সা নিচ্ছি,ঝগড়ার সময়ে আমি কন্ট্রোল হারিয়ে ফেলি।আমার স্ত্রি স্তায়ী ভাবে কি তালাক হবে? আর স্তায়ী ভাবে তালাক না হলে ফিরিয়ে নেবার উপায় কি?
২)কোন সময়েই ঝগড়ার সময়ে এমন কথা যখন বলেছি তখন নিয়ত ছিল না যে ছেড়ে দিব, আর সংসার করব না,,,এমন কখনো মনে আসেনি,তাহলে কি তালাকে বায়েন হবে,,আর যদি সন্দেহ আসে তালাকে বায়েন হওয়া নিয়ে তাহলে কি সতর্কতাবশত ২য় বার বিয়ে করে নিব?