আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
36 views
in সালাত(Prayer) by (33 points)
সফরে থাকলে যে কসর নামাজ পড়তে হয় সেটা তো 15 দিনের কম হলে কসর পড়তে হয় কিন্তু যদি কোনো জায়গায় পরীক্ষা দিতে গিয়ে 15 দিনের বেশি ধরুন 20,22 দিন লেগে গেলো বাড়িতে ফিরতে তো তো ওই 20,22 দিন কি কসর নামাজ পড়বো নাকি সম্পূর্ণ নামাজ? এই প্রশ্নটার উওর কী

1 Answer

0 votes
by (643,950 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মুসাফির ব্যক্তি যখন কোথাও ১৫ দিন অবস্থানের নিয়ত করবে, তখন সে মুকিম হিসেবে গণ্য হবে। তবে কোনো মুসাফির যদি একদিন দু-দিন করে করে কোথাও এক বৎসর পর্যন্তও অবস্থান করে, তাহলে সেই ব্যক্তি মুসাফিরই থাকবে। সে কখনো মুকিম হবে না। মুকিম হওয়ার জন্য শর্ত হল, একই স্থানে এক সাথে একাধারে ১৫ দিন অবস্থানের নিয়ত করা। 
الكتاب - فقه حنفي - (1 / 84):
" ومن خرج مسافرا صلى وكعتين إذا فارق بيوت المصر ولا يزال على حكم السفر حتى ينوي الإقامة في بلد خمسة عشر يوما فصاعدا فيلزمه الإتمام وإن نوى الإقامة أقل من ذلك لم يتم ۔ ومن دخل بلدا ولم ينو أن يقيم فيه خمسة عشر يوما وإنما يقول غدا أخرج أو بعد غد أخرج حتى بقي على ذلك سنين صلى ركعتين."
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/117284

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যদি কোথাও পরীক্ষা দিতে গিয়ে 15 দিনের বেশি অবস্থানের নিয়ত করা হয়ে থাকে , তাহলে তখন মুকিম হিসেবে পূর্ণ নামাযই আদায় করতে হবে। কিন্তু প্রথম থেকেই যদি ১৫ দিন বা তার চেয়ে বেশী অবস্থানের নিয়ত করা না হয়ে থাকে, তাহলে তখন কসর করতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...