১)আসসালামু আলাইকুম। আমার বয়স ২৩ বছর(মেয়ে)।আমার সম্প্রতি বিয়ের কথা চলছে,কিন্তু আমার মায়ের ক্যান্সার একদমই বিছানায় পড়া।তবে আমার পরিবার ছাড়া বাইরে কেউ জানে না।এটা যদি ছেলে পক্ষ জানে অনেক জায়গা থেকেই বিয়ে ভেঙে যাবে, এটা বাসায় বলে।তবে আমার মনে হয় এটা ছেলে পক্ষকে জানানো উচিত,কিন্তু সবাই না করে। আমার মনে হয়,এটা যদি না জানিয়ে আমার বিবাহ হয়,আমার পাপ/ প্রতারনা করা হবে। আমার কি তাদের জানানো উচিত? খুবই দ্বিধায় আছি,আর মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন শিফা দান করে।
২)আমি পাত্রের সামনে যখন দেখাদেখির সময় যাই তখন বোরকা পড়ে শুধু মুখ খোলা রেখে যাই।তাই আমার বাড়িতে ফুফু কাকীরা সবাই বলে আমাকে মোটা লাগে ভালো লাগে না।এমনও অনেক হয়েছে বোরকা পড়ে গেলে অনেক ছেলে পছন্দ করে না, কিন্তু যখন অন্য ড্রেস পড়ে যাই তখন পছন্দ করে।এখন আমি কি এমন কাপড় পড়ে ছেলের সামনে যেতে পারব যা ডিলেডালা হবে,শুধু মুখ হাতের কজ্বি,আর পা দেখা যাবে?
৩) দ্রুত বিয়ে ও নেককার জীবনসঙ্গী লাভের সবচেয়ে ভালো আমল কি কি?
৪)মৃত ব্যাক্তির সওয়াবের নিয়তে তার জন্য নফল নামজ ও রোজা রাখা যাবে??